
চলতি মাসের শেষ সপ্তাহে ভারতে শুরু হচ্ছে হকি এশিয়া কাপ। শুরুতে বাংলাদেশ এই টুর্নামেন্টে কোয়ালিফাই করতে ব্যর্থ হলেও শেষ সময়ে এসে মিলেছে টুর্নামেন্টের টিকিট। মূলত পাকিস্তান টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করায় সুযোগ মিলেছে বাংলাদেশের। এছাড়া ওমানও নাম সরিয়ে সুযোগ মিলেছে কাজাখস্তানের।
হকি এশিয়া কাপে স্বাগতিক ভারতসহ মোট ৮ দল অংশ নেবে। এই দলগুলোকে মোট দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। যেখানে বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘বি’-তে। এই গ্রুপে লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া। এছাড়া বাকি দু’টি দল হলো মালয়েশিয়া ও চাইনিজ তাইপে। এছাড়া গ্রুপ ‘এ’-তে স্বাগতিক ভারতসহ রয়েছে জাপান, চীন ও কাজাখস্তান।
আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের বিহারের রাজগিরে অনুষ্ঠিত হবে হকি এশিয়া কাপ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ মালয়েশিয়া। এরপর ৩০ আগস্ট চাইনিজ তাইপের মুখোমুখি হবে দলটি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ১ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে লাল-সবুজের দল।
গত এপ্রিলেই এশিয়া কাপের টিকিট নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান হকি ফেডারেশন কাপের (এএইচএফ) ফাইনালে উঠতে পারলেই এশিয়া কাপে কোয়ালিফাই করতে পারতো বাংলাদেশ। তবে সেমিফাইনালে ওমানের কাছে হেরে বিদায় নিয়েছিল লাল-সবুজের দল। তবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। যে কারণে পাকিস্তান নাম সরিয়ে নেওয়ায় আমন্ত্রণ পেয়েছে লাল-সবুজের দল।
উল্লেখ্য, ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে হকি এশিয়া কাপের ১২তম আসর। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া। ২০২৩ সালে সবশেষ এশিয়া কাপে মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। তাছাড়া টুর্নামেন্টের সর্বোচ্চ ৫টি শিরোপাও তারাই জিতেছে। তবে টুর্নামেন্টের সবগুলো আসরে অংশ নিয়েও এখনো সেমিফাইনালেই উঠতে পারেনি বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/১৯আগস্ট২৫/বিটি
