
এশিয়া কাপের সুপার ফোরে দারুণ শুরু করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে শুরু করা এই পর্বে এখনো দুটি ম্যাচ খেলবে টাইগাররা। আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ খেলবে ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে। এবারের আসরে ফাইনালের পথে রয়েছে লিটন দাসের দল।
জানা গেছে, বাংলাদেশ-ভারত ও বাংলাদেশ-পাকিস্তানের দুইটি ম্যাচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বড় পর্দায় দেখানো হবে। এই আয়োজন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
সদ্য শেষ হওয়া ডাকসু নির্বাচনের জিএস প্রার্থী ও কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর বারি হামিম সোমবার রাতে নিজের ফেসবুক পেইজে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন।
আগামীকাল ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে আটটায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। পরদিন ২৫ সেপ্টেম্বর একই সময় পাকিস্তানকে মোকাবেলা করবে টাইগাররা। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে।
এর আগে বাংলাদেশ একটি ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে। ভারত হারিয়েছে পাকিস্তানকে। তবে পাকিস্তান এখনো জয় পায়নি। পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ভারত। দুইয়ে বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/২৩সেপ্টেম্বর২৫/এনজি
