
নারীদের বয়সভিত্তিক বিশ্বকাপ ও এশিয়া কাপে আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা রয়েছে সাথিরা জাকির জেসির। গত দুই বছর তিনি নিয়মিতই আইসিসি আয়োজিত ইভেন্টে দায়িত্ব পালন করেছেন। এবার প্রথমবারের মতো আইসিসির মূল ইভেন্টে আম্পায়ার হিসেবে কাজ করবেন তিনি।
২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেসি। এর মধ্য দিয়ে তিনি হয়ে উঠছেন বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার, যিনি ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ারিং করবেন।
এবারের নারী ওয়ানডে বিশ্বকাপ হবে হাইব্রিড মডেলে। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে টুর্নামেন্টটি। পাকিস্তান দল ভারতে না যাওয়ায় তাদের ম্যাচগুলো হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। আট দল নিয়ে হবে এবারের বিশ্বকাপ- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে প্রতিযোগিতা।
জেসি এর আগে ২০২২ নারী এশিয়া কাপ (শ্রীলঙ্কা), একই বছরের ডিসেম্বরে মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ এবং ২০২৫ নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার তাকে দেখা যাবে নারী ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে।
ক্রিফোস্পোর্টস/১৭আগস্ট২৫/এনজি
