Connect with us
ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ উইকেটের অবিশ্বাস্য জয় বাংলাদেশের

Bangladesh's incredible 1-wicket win over South Africa
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের। ছবি- জিম্বাবুয়ে ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক অবিশ্বাস্য জয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের যুবাদের। সামিউন বশির রাতুলের বীরত্বগাথা ইনিংসে শেষ উইকেটে ২০ রান নিয়ে জয় অবিশ্বাস্য পেয়েছে টাইগার যুবারা। ৩৮ বলে ৪৫ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন রাতুল।

শনিবার (২৬ জুলাই) ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে এক উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সানরাইজ স্পোর্টস ক্লাবে আগে ব্যাট করতে নেমে ৩৪.৪ ওভারে ১২৮ রানে অলআউট হয়ে যায় প্রোটিয়া যুবারা। জবাবে খেলতে নেমে ২৮.৪ ওভারে ৯ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় যুবা টাইগাররা।

এদিন সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ঝোড়ো শুরুর আভাস দিয়েছিলেন জাওয়াদ আবরার। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ৯ বলে ৩ চার ও ১ ছক্কার মারে ২০ রান করে ফেরেন এই মারকুটে ওপেনার। দলীয় ২১ রানে জাওয়াদকে হারানোর পর ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ৩৫ রানের মধ্যেই একে একে ফিরে যান আজিজুল হাকিম (৫), রিফাত বেগ (৫) ও রিজান হোসেন(২)।

আরও পড়ুন:

» ২০২৫ এশিয়া কাপের চূড়ান্ত সময় সূচি ও ভেন্যু ঘোষণা

» এশিয়া কাপের আগে ২ দলের সঙ্গে সিরিজ খেলার আলোচনায় বিসিবি 

এরপর পঞ্চম উইকেট জুটিতে আব্দুল্লাহ ও ফয়সাল মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে ১৮ রান তোলার পর ভেঙে যায় এই জুটি। ৮ রান করে ফিরে যান ফয়সাল। কিছুক্ষণ পর আব্দুল্লাহও ফিরে যান ১৪ রানের ইনিংস খেলে।

৫৯ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় বাংলাদেশ। এরপর একাই ম্যাচের হাল ধরেন সামিউন। সপ্তম উইকেটে আল ফাহাদের ১১ রানের কল্যাণে ৩১ রান যোগ করেন সামিউন। এরপর দেবাশীষ সরকার (৬) ও ইকবাল হোসেন ইমনও (৫) ফিরে গেলে ১০৯ রানে নবম উইকেট হারায় বাংলাদেশ।

শেষ উইকেটে একাই ৯ বলে ২০ রান করে দলের জয় নিশ্চিত করেন সামিউন। অপরপ্রান্তে থাকা স্বাধীন ইসলামকে একবারের জন্যেও স্ট্রাইক দেননি তিনি। ৪৫ রানের অপরাজিত ইনিংসে দলকে জিতিয়ে উল্লাসে মেতে ওঠেন সামিউন। ৩৮ বলে ৭ চার ও ১ ছক্কায় জয়সূচক ইনিংসটি সাজান এই অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকার পক্ষে জেজে বেসন ৪টি এবং বুয়ান্দা মাজোলা ৩টি উইকেট শিকার করেন।

এর আগে দাপুটে বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে ১২৮ রানেই অলআউট করে দেয় বাংলাদেশ। আল ফাহাদের ৪ উইকেট, সামিউন ও স্বাধীনের সমান ২ টি করে উইকেট এবং ইমন ও আজিজুল একটি করে উইকেট শিকার করেন। প্রোটিয়াদের পক্ষে আরমান ম্যানাক ২৮, পল জেমস ২৬ এবং ড্যানিয়েল বোসম্যান ২৪ রান করেন।

সংক্ষিপ্ত স্কোর :

দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল: ১২৮/১০ (৩৪.৪ ওভার)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ১২৯/৯ (২৮.৪ ওভার)
ফলাফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১ উইকেটে জয়ী

ক্রিফোস্পোর্টস/২৬জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট