 
																												
														
														
													দীর্ঘ দিন ধরে আন্তর্জাতিক ফুটবলে নিজের শেষ দিকের অবস্থানটি স্থায়ী করে ফেলেছিল বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপে দুই জয় ও ১৪ বছর পর সাফের সেমিতে উঠে নিজেদের র্যাঙ্কিংয়ে কিছুটা নাড়াচাড়া দিতে পেরেছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক-ফিফার হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১৯২তম অবস্থানেই রয়েছে, তবে বেড়েছে পয়েন্ট। আগে বাংলাদেশের পয়েন্ট ছিল ৮৮৩.৮৮। আজ সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে ৫.৬২ পয়েন্ট বেড়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। এতে বাংলাদেশের নতুন পয়েন্ট ৮৮৯.৫।
অপরদিকে ১৯১তম অবস্থানে থাকা ব্রুনেইয়ের পয়েন্ট ৮৯১.১২ আর ১৯০তম স্থানে থাকা সামোয়ার পয়েন্ট ৮৯৪.২৬।
ফিফা র্যাঙ্কিংয়ে এক নম্বরে আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুইয়ে ফ্রান্স ও তৃতীয় ব্রাজিল।
আরও পড়ুন: শক্তিশালী ফরোয়ার্ড নিয়ে এক মাস আগে দল ঘোষণা করলো ব্রাজিল
ক্রিফোস্পোর্টস/৩০জুন২৩/এসএ
 
												
																					 
   
										 
									         
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																							 
																							 
																							 
																							 
																							 
			 
									 
									 
									 
									 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	