Connect with us
ক্রিকেট

সিক্সেস প্লেটের ফাইনালে শেষ বলে হৃদয় ভাঙল বাংলাদেশের

Bangladesh team in Hong Kong Sixes
হংকং সিক্সেসে বাংলাদেশ দল। ছবি- বিসিবি

হংকংয়ের মাটিতে চলছে বিশেষ ফরমেটের টুর্নামেন্ট সিক্সেস। এই হংকং সিক্সেস টুর্নামেন্টে রয়েছে তিনটি স্তর— কাপ, প্লেট ও বোল। যেখানে প্লেটের ফাইনালে স্বাগতিক হংকংয়ের কাছে পরাজিত হয়ে টুর্নামেন্টের শিরোপা হারাল বাংলাদেশ। প্লেটের ফাইনালে শেষ বল পর্যন্ত গড়ানো ম্যাচে হৃদয় ভাঙল টাইগারদের। 

আজ রোববার দুপুরে স্বাগতিক হংকংয়ের বিপক্ষে প্লেট স্তরের ফাইনাল ম্যাচ খেলতে মাঠে নামে বাংলাদেশ। যেখানে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভারে ১২০ রান সংগ্রহ করে টাইগাররা। বিপরীতে জবাব দিতে নেমে শেষ বলে ছক্কা হাকিয়ে লক্ষ্য পূরণ করে হংকং। ১ উইকেটের জয়ে সিক্সেসের প্লেট শিরোপা জয় করল স্বাগতিকরা।

বিশেষ ফরমেটের এই টুর্নামেন্টে খেলা হয়ে থাকে ৬ ওভারে, যেখানে প্রতি দলে ক্রিকেটার থাকে ৬ জন। এই টুর্নামেন্টে আছে তিন স্তরের লিগ। গ্রুপ পর্বের শীর্ষ দুটি করে দল সুযোগ পায় ‘কাপ’ স্তরের কোয়ার্টার ফাইনাল ও পরবর্তী লিগ খেলার। আর কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া চার দল পরবর্তীতে খেলে থাকে ‘প্লেট’ স্তরে।



শেষ ওভারে হংকংয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩০ রান। মাঝে ১ বল ডট দিলেও বাকি ৫ বলে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন আইজাজ খান। ২১ বলে ১১ ছক্কা ও ৪ চারে ৮৫ রান করে অপরাজিত থাকেন তিনি। এছাড়া নিজাকাত খানের ব্যাট থেকে আসে ২ ছক্কা ও ৩ চারে ১০ বলে ২৮ রান।

এদিন ব্যাট হাতে বাংলাদেশের হয়ে ৩ ছক্কা ও ২ চারে ৭ বলে ২৭ রান করেন জিসান আলম। পরে দুর্দান্ত ফিফটি হাঁকানোর পথে ৭ ছক্কা ও ১ চারে ১১ বলে ৫০ রান করেন অধিনায়ক আকবর আলী। এছাড়া শেষ দিকে আবু হায়দার রনির ব্যাট থেকে আসে ৮ বলে ২৮ রানের দারুন ইনিংস। বল হাতেও ৪ উইকেট শিকার করেছেন রনি।

বাংলাদেশ ‘কাপ’ স্তরের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়ে অবনমিত হয় ‘প্লেট’ স্তরের সেমিফাইনালে। যেখানে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে ফাইনালে উঠে আসে লাল-সবুজের প্রতিনিধিরা। আর প্লেটের ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল আফগানিস্তানকে হারিয়ে আসা স্বাগতিক হংকং।

উল্লেখ্য, প্রথমে গ্রুপ পর্বের খেলায় যারা পরবর্তী রাউন্ডে উঠতে ব্যর্থ হয়েছিল, তাদের নিয়ে অনুষ্ঠিত হয় নিম্ন স্তর ‘বোল’ রাউন্ডের খেলা। যেখানে ছিল ভারত। তবে এই স্তরেও তারা পারফর্ম করতে পারেনি। সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে বোল চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। আর ‘কাপ’ স্তরের ফাইনালে কুয়েতের মুখোমুখি হবে পাকিস্তান। 

ক্রিফোস্পোর্টস/৯নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট