Connect with us
ক্রিকেট

প্রথম টেস্টে ফিল্ডিংয়ে বাংলাদেশ, হাসান মুরাদের অভিষেক

প্রথম টেস্টে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড
প্রথম টেস্টে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড। ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসে হেরে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার সকালে টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নি।

আয়ারল্যান্ড দলে ডানহাতি ব্যাটারের আধিক্য বিবেচনায় বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। এ ম্যাচ দিয়েই টেস্ট অভিষেক হচ্ছে এই তরুণ বোলারের। টস হেরে শান্ত বলেন, টসে জিতলে তিনিও আগে ব্যাট করার সিদ্ধান্ত নিতেন। কারণ উইকেটে কিছুক্ষণ থাকতে পারলে বড় স্কোর করা সহজ হবে। সেজন্য উইকেটে থেকে বড় স্কোর করার লক্ষ্য থাকবে দুই দলেরই।

বাংলাদেশ একাদশে ফিরেছেন সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। মিডল অর্ডারে আছেন শান্ত, মুমিনুল, মুশফিক ও লিটন দাস। অলরাউন্ডার হিসেবে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। বোলিং আক্রমণে মুরাদের সঙ্গী তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা।বাংলাদেশ আজ একাদশে তিন স্পিনার ও দুই পেসার নিয়ে একাদশ সাজিয়েছে।



বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছিল চলতি বছর শ্রীলঙ্কার বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে খেলা সর্বশেষ টেস্টের একাদশ থেকে বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন এসেছে। দীর্ঘদিন পর  একাদশে ফিরেছেন ব্যাটার মাহমুদুল হাসান জয়। চলতি বছর তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন। এছাড়া সাদা বলে অভিষেক হচ্ছে বাঁহাতি স্পিনার হাসান মুরাদের। তিনি বাংলাদেশের ১০৮তম টেস্ট ক্রিকেটার। এখনো পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৯ ম্যাচে ১৬৫ উইকেট শিকার করেছেন এই বাঁহাতি স্পিনার।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মুরাদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।

আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ড্রু বালবার্নি, পল স্টার্লিং, ক্যাডে কারমাইকেল, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, লোরকান টাকার, জর্ডান নেইল, অ্যান্ডি ম্যাকব্রেইন, ম্যাথু হ্যামফ্রিস, ক্রেইগ ইয়ং।

ক্রিফোস্পোর্টস/১১নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট