
এশিয়া কাপের সুপার ফোরে খেলার সুযোগ পেলেও নিজেদের ভালোভাবে মেলে ধরতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। এক কথায় বলতে গেলে নিজেদের ব্যাটিং ব্যর্থতায় টুর্নামেন্টের ফাইনাল খেলা হাতছাড়া হয়েছে টাইগারদের। তাই এবার আফগানিস্তানের বিপক্ষে নিজেদের ব্যাটিং ইউনিটের উন্নতি ঘটাতে মাঠে নামবে বাংলাদেশ।
এশিয়া কাপ শেষ হলেও সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরে আসা নিয়ে টাইগাররা। কেননা সেখানেই আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে জাকির আলীর নেতৃত্বাধীন লাল-সবুজের প্রতিনিধিরা। আগামীকাল ২ অক্টোবর রাতে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল। সেখানেও ইনজুরির কারণে থাকছেন না নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস।
বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী জানিয়েছেন এই সিরিজ নিজেদের ব্যাটিংয়ের দিকে নজর দেওয়ার কথা, ‘চ্যালেঞ্জ বলতে নির্দিষ্ট দিনে ভালো করতে হবে। মূল পরিকল্পনা থাকবে ব্যাটিং ইউনিট হিসেবে যেন ভালো করতে পারি। যেহেতু এশিয়া কাপেও ব্যাটিংয়ের জন্যই সাফার করতে হয়েছে। এখানে তাই ব্যাটিংয়ের দিকেই সবচেয়ে বেশি মনোযোগ থাকে।’
বাংলাদেশের মতো আফগানিস্তানও এশিয়া কাপে ভুগেছে নিজেদের ব্যাটিং ব্যর্থতায়। তাই আসন্ন বিশ্বকাপের আগে নিজেদের ভালোভাবে প্রস্তুত করে নিতে চায় তারাও। আফগানিস্তান অধিনায়ক রশিদ খান বলেন, ‘কিছু জায়গায় আমরা সংগ্রাম করছি। আমরা এসব কাভার করার চেষ্টা করছি। বিশ্বকাপের আগে পুরোপুরি প্রস্তুত করতে চাই, সেজন্য এই সিরিজ ভালো সুযোগ।’
উল্লেখ্য, আগামীকাল থেকেই শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এখানে সংক্ষিপ্ত ফরমেটের এই সিরিজে পরবর্তী দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ ও ৫ অক্টোবর। এরপর শুরু হবে উভয় দলের মধ্যকার দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ। যেখানে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ৮, ১১ ও ১৪ অক্টোবর। প্রথম দুই টি-টোয়েন্টি শারজাহতে অনুষ্ঠিত হলেও বাকি সবগুলো ম্যাচ হবে আবুধাবিতে।
ক্রিফোস্পোর্টস/১অক্টোবর২৫/এফএএস
