
সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টগুলোতে বরাবরই আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ নারী দল। এখন পর্যন্ত অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ ক্যাটাগরিতে অনুষ্ঠিত ছয়টি টুর্নামেন্টের মধ্যে পাঁচটিতেই শিরোপা জিতেছে বাংলাদেশ। গত জুলাইয়ে ঢাকায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে লাল-সবুজের। অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতে এটি ছিল বাংলাদেশের দ্বিতীয় শিরোপা। এবার অনূর্ধ্ব-১৭ ক্যাটাগরিতে চোখ লাল-সবুজের প্রতিনিধিদের।
নারী সাফেরর বয়সভিত্তিক পর্যায়ে প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ। আগামী ২০ থেকে ৩১ আগস্ট ভুটানের মাটিতে ৪ দল নিয়ে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। যেখানে বাংলাদেশের পাশাপাশি স্বাগতিক ভুটান, ভারত ও নেপাল অংশ নেবে।
টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে, যেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে মুখোমুখি হবে। গ্রুপ পর্বের ম্যাচগুলো শেষে পয়েন্ট টেবিলে যে দল শীর্ষে থাকবে, তারাই চ্যাম্পিয়ন হবে।
আগামী ২০ আগস্ট টুর্নামেন্টের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২২ আগস্ট ভারতের মুখোমুখি হবে তারা। ২৪ আগস্ট নিজেদের তৃতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর দুই দিনের বিরতি পাবে দলটি। ২৭ আগস্ট নেপালের বিপক্ষে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হবে লাল-সবুজের দল।
২৯ ও ৩১ আগস্ট টুর্নামেন্টের শেষ দুটি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। প্রথমে ভুটান এবং শেষ ম্যাচে ভারতের বিপক্ষে দ্বিতীয়বারের মতো খেলবে বাংলাদেশের মেয়েরা।
২০২৫ সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ম্যাচগুলোর সময়সূচি :
তারিখ | ম্যাচ | সময় (বাংলাদেশ) |
২০ আগস্ট | বাংলাদেশ বনাম ভুটান | সন্ধ্যা ৬টা |
২২ আগস্ট | বাংলাদেশ বনাম ভারত | বিকাল ৩টা |
২৪ আগস্ট | বাংলাদেশ বনাম নেপাল | সন্ধ্যা ৬টা |
২৭ আগস্ট | বাংলাদেশ বনাম নেপাল | বিকাল ৩টা |
২৯ আগস্ট | বাংলাদেশ বনাম ভুটান | সন্ধ্যা ৬টা |
৩১ আগস্ট | বাংলাদেশ বনাম ভারত | বিকাল ৩টা |
এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে।
ক্রিফোস্পোর্টস/১৫আগস্ট২৫/বিটি
