
জিম্বাবুয়েতে চলমান অনূর্ধ্ব-১৯ দলের ত্রিদেশীয় সিরিজে আজ (বৃহস্পতিবার) দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের পর শেষদের দিকের জুটিতে লড়াকু পুঁজি পেয়েছে টাইগার যুবারা।
হারারে স্পোর্টস ক্লাবে আগে ব্যাট করে ৪৪.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ৮১ বলে ৫ চার ও ২ ছক্কার মারে ইনিংসটি সাজান এই অলরাউন্ডার।
তবে এক রানের জন্য ফিফটি মিস করেন কালাম সিদ্দিকি আলিন। ৪৯ রান করে অপরাজিত ছিলেন তিনি। ৬১ বলের এই লড়াকু ইনিংসে ৩ চার ও ১ ছক্কার মার রয়েছে। এছাড়া বাকিরা কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি।
আরও পড়ুন:
» তাসকিনের বিরুদ্ধে করা জিডি প্রত্যাহার
» অবহেলিত হকি, তবুও বিশ্বকাপে বাংলাদেশ—এবার চমকের পালা
এদিন ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে ফিরে গেছেন জাওয়াদ আবরার। দুর্দান্ত ছন্দে থাকা এই মারকুটে ওপেনার ৯ বলে ৭ রান করে ফিরেন। আরেক ওপেনার রিফাত বেগও ব্যর্থ হয়েছেন। ১১ বলে ৯ রান করে ফিরেন এই ওপেনার। এরপর রিজান হোসেনকে নিয়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন আজিজুল। তৃতীয় উইকেট জুটিতে ৭৭ বলে ৫৭ রান যোগ করেন তারা।
দলীয় ৭৯ রানে রিজানকে ফিরিয়ে জুটি ভাঙে দক্ষিণ আফ্রিকা। এরপর আব্দুল্লাহও ইনিংস বড় করতে পারেননি। দলীয় ৯৯ রানের মাথায় তিনি ৮ রান করে ফিরে গেলে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। অপরপ্রান্তে ফিফটি তুলে নেন আজিজুল। তবে ফিফটি তুলে ইনিংস লম্বা করতে পারেননি তিনি। দলীয় ১১৭ রানে ফিরে যান তিনিও।
এরপর শুরু হয় ব্যাটিং বিপর্যয়। ১৩০ রানের মধ্যে আরো ৩টি উইকেট হারায় বাংলাদেশ। ১৩০ রানে ৮ উইকেট হারানোর পর দেড়শোর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল টাইগার যুবারা। তবে কালাম সিদ্দিকির কল্যাণে শেষ দুই উইকেটে আরো ৪৫ রান যোগ করে বাংলাদেশ। ১৭৫ রানে ইকবাল ফিরে গেলে সবকটি উইকেট হারায় টাইগার যুবারা। ফলে অপরপ্রান্তে ৪৯ রানে অপরাজিত থাকা কালাম ১ রানের জন্য ফিফটির সুযোগ হারান।
দক্ষিণ আফ্রিকার পক্ষে ৩টি উইকেট শিকার করেন জেসন রাউলস। এছাড়া ২টি করে উইকেট নেন এনতান্দো সনি ও বুয়ান্দা মাজোলো।
ক্রিফোস্পোর্টস/৩১জুলাই২৫/বিটি
