Connect with us
ফুটবল

টাইব্রেকারে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

Bangladesh’s Dream Shattered After Losing to India in Tiebreaker
সাফ অ-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে টাইব্রেকারে হেরেছে বাংলাদেশ। ছবি- বাফুফে

এবারও সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের শিরোপা অধরা রয়ে গেল বাংলাদেশের কিশোরদের। গত বছর নেপালে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিল বাংলাদেশ। এবার শ্রীলঙ্কায় সেই ভারতের কাছে টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ হলো লাল-সবুজের প্রতিনিধিদের।

আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে স্কোরলাইন ছিল ২-২। এরপর টাইব্রেকারে ৪-১ গোলের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। তাতে টানা দ্বিতীয়বার সাফের বয়সভিত্তিক আসরের এই ক্যাটাগরিতে শিরোপা হাতছাড়া করলো লাল-সবুজের দল।

এদিন কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় ভারত। এরপর সমতায় ফিরতে বেশিক্ষণ সময় নেয়নি বাংলাদেশ। ম্যাচের ২৫তম মিনিটে সমতায় ফেরে তারা। নাজমুল হুদা ফয়সালের সেটপিস থেকে দারুণ এক গোলে ম্যাচে ফেরে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে বিরতিতে যাওয়ার আগে ফের গোল হজম করে বাংলাদেশ। ম্যাচের ৩৮তম মিনিটে লিড নেয় দলটি। এতে এক গোলের ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।



দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। আক্রমণের ধার বাড়িয়ে একাধিকবার ভারতীয় রক্ষণ ভেঙে ঢোকার চেষ্টা করে বাংলাদেশ। তবে বাজে ফিনিশিং ও গোলরক্ষকের দক্ষতায় সেই কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিলো না বাংলাদেশ। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষেও এক গোলে পিছিয়ে ছিল তারা।

নির্ধারিত সময় শেষে আরো ৫ মিনিট ইনজুরি সময় যোগ হয়। ইঞ্জুরি সময়ে শেষ মিনিটে গিয়ে থ্রো ইন পায় বাংলাদেশ। লম্বা থ্রো ইনে ভারতের বক্সে জটলার মধ্য থেকে বল পেয়ে জালে জড়ায় লাল-সবুজ বাহিনী। তাতে ২-২ সমতায় শেষ হয় খেলা। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে প্রথম শট জালে জড়ায় ভারত। তবে মিস করে বাংলাদেশ। ইকরামুল ইসলামের নেয়া শট আঘাত হানে ক্রসবারে। দ্বিতীয় বার বল জালে জড়ায় ভারত। কিন্তু এবার মিস করে বাংলাদেশ। ডিফেন্ডার আজম খানের নেয়া শট সহজেই আটকে দেন ভারতের গোলরক্ষক। তাতে টাইব্রেকারের শুরুতেই ২-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

ভারতের নেয়া তৃতীয় পেনাল্টিও আঘাত হানে গোলপোস্টে। এ পর্যায়ে বাংলাদেশও গোল পেয়ে যায়। তবে খেলায় টিকে থাকতে ভারতের চতুর্থ শটটি আটকাতেই হতো বাংলাদেশকে। তবে বাংলাদেশের গোলরক্ষককে পরাস্ত করে এবারও গোল করে ভারত। তাতে শিরোপা নিশ্চিত হয় দলটির।

এ নিয়ে সাফের বয়সভিত্তিক আসরে টানা তিনটি ফাইনাল হারলো বাংলাদেশ। ২০২৩ সালে অনূর্ধ্ব-১৬ ক্যাটাগরিতে এবং ২০২৪ ও ২০২৫ সালে অনূর্ধ্ব-১৭ ক্যাটাগরিতে হেরেছে তারা। তিনটি আসরেই প্রতিপক্ষ ভারত।

ক্রিফোস্পোর্টস/২৭সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল