Connect with us
ক্রিকেট

পাকিস্তানের কাছে ৫ রানে হেরে সেমির স্বপ্নভঙ্গ বাংলাদেশের

Bangladesh U19 vs Pakistan U19Bangladesh U19 vs Pakistan U19
পাকিস্তানের কাছে বিশ্বকাপ থেকে বিদায় নিলো বাংলাদেশ। ছবি- সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সে বাঁচা-মরার লড়াইয়ে আজ(শনিবার) পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। সেমির টিকিট নিশ্চিত করার এই ম্যাচে পাকিস্তানের কাছে ৫ রানে হেরে আসর থেকে বিদায় নিলো বাংলাদেশের যুবারা। 

শনিবার (৩ ফেব্রুয়ারি) বেনোনিতে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। রোহানাত-পারভেজদের বোলিং তোপে ৪০.৪ ওভার খেলে ১৫৫ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে ৩৫.৫ ওভার খেলে ১৫০ রান তুলেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।

পাকিস্তান প্রথমে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনারের কল্যাণে দারুণ শুরু পায়। ৩৭ রানের মাথায় উদ্বোধনী জুটি ভাঙেন রোহানাত বর্ষণ। এরপর বর্ষণ-পারভেজেদের বিধ্বংসী বোলিংয়ে একের পর এক উইকেট হারাতে থাকে পাকিস্তান। আরাফাত মিনহাসের ৩৪, শাহজাইব খানের ২৬ এবং অন্যান্য ব্যাটারদের ছোট ছোট ক্যামিওতে ১৫৫ রানের পুজি পায় পাকিস্তান।



১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ঝোড়ো শুরু এনে দেন ওপেনার জিসান আলম। তবে ইনিংস বড় করতে পারেননি জিসান। ১২ বলে ১৯ রান করে ফিরে যান এই ডানহাতি ব্যাটার। জিসান ফিরে যাওয়ার কিছুক্ষণ পরেই ৩৬ রানের মাথায় প্যাভিলিয়নের পথ ধরেন আরেক ওপেনার আশিকুর রহমান শিবলি।

২ উইকেট পতনের পর উইকেট হারানোর মিছিলে যোগ দেয় বাংলাদেশের যুবারা। ৮৬ রানের মধ্যে একে একে ৬টি উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকেটাই ছিটকে যায় মাহফুজুর রহমান রাব্বিরা। ষষ্ঠ উইকেটে অধিনায়ক রাব্বি ও মোহাম্মদ শিহাব জেমসের জুটিতে আবারো ম্যাচে ফিরে বাংলাদেশ।

৩০তম ওভারে ১২৩ রানের মাথায় শিহাব আউট হয়ে গেলে ভেঙে যায় ৪০ রানের এই জুটি। তার পরের ওভারেই আউট হয়ে যান অধিনায়ক রাব্বি। শেষদিকে রোহানাতের ব্যাটে জয়ের আশা দেখে বাংলাদেশ। তবে তাকে সঙ্গ দেয়া মারুফ মৃধা ১৫০ রানের মাথায় আউট হয়ে গেলে রাব্বি-শিবলিদের সেমির স্বপ্ন এখানেই ভেঙে যায়। ২৪ বলে ২১ রান করে অপরাজিত ছিলেন রোহানাত।

পাকিস্তানের হয়ে উবেইদ শাহ ৫টি এবং আলি রাজা ২ টি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান অনূর্ধ্ব-১৯: ১৫৫/১০ (৪০.৪ ওভার)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ১৫০/১০ (৩৫.৫ ওভার)

ফলাফল: পাকিস্তান ৫ রানে জয়ী

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা 

ক্রিফোস্পোর্টস/৩ফেব্রুয়ারি২৪/এমটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট