
বাংলাদেশ ক্রিকেটের ভরাডুবি যেন থামছেই না। একের পর এক সকল ফরমেটেই নাস্তানাবুদ হচ্ছে টাইগার ক্রিকেটাররা। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আশা জাগিয়েও করুন পরাজয় বরণ করে মেহেদী হাসান মিরাজের দল। আর এখানেই নিয়মিত উইকেট নিয়ে অজুহাতকে দায় দিলেন বিসিবি হাইপারফরম্যান্স দলের ব্যাটিং কোচ রাজিন সালেহ।
দেশের এক গণমাধ্যমকে বাংলাদেশের পরাজয় নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে এই সাবেক টাইগার অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশের ব্যাটসম্যানরা প্রতিকূল পরিবেশের চ্যালেঞ্জটা নিতে চান না। তারা সবকিছু সহজ চান। প্রিমিয়ার লিগেও দেখেছি, যখন কোনো মাঠের উইকেট একটু স্পিন ফ্রেন্ডলি হয়, তখন জাতীয় দলের ক্রিকেটাররা গিয়ে কিউরেটরকে গালাগাল করে। কেন?’
তিনি আরো বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে কি সবসময় নিজের ইচ্ছেমতো উইকেট পাওয়া যাবে? একজন পেশাদার খেলোয়াড়কে একটা ক্লাব সই করায় তার কাছ থেকে পারফরম্যান্স পাওয়ার আশায়। উইকেট যেমনই হোক, তাকে সেখানে টিকে থেকে রান করতে হবে, এটাই হওয়া উচিত মানসিকতা। আমরা টার্ফের উইকেটে খেলে, কঠিন পরিস্থিতি সামাল দিয়ে নিজের খেলার মান উন্নীত করেছিলাম, এখনকার ক্রিকেটারদের সেই চেষ্টা বা দায়বদ্ধতা নেই।’
আরও পড়ুন:
» বাছাইয়ের শেষ ম্যাচ জিতে উদযাপন করতে চায় বাংলাদেশ
» ঋতুপর্ণাকে ‘বাংলাদেশের মেসি’ বলে আখ্যা দিলেন কিরণ
বর্তমান ক্রিকেটারদের দায়িত্ববোধ নিয়ে রাজিন আরো বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে স্পিনাররা বল ঘোরানোর সুযোগই পান না, কারণ উইকেট একটু টার্নিং হলেই কিউরেটরদের ওপর চোটপাট শুরু হয়। আমাদের ক্রিকেটাররা কি শেন ওয়ার্নকে খেলেনি? আসল কথা হচ্ছে, এখনকার ক্রিকেটারদের ভেতর দায়িত্ববোধের অভাব, জবাবদিহির অভাব।’
উল্লেখ্য, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে প্রেমাদাসা স্টেডিয়ামে ২৪৫ রানের টার্গেট পায় বাংলাদেশ। এমন ম্যাচে প্রথম শত রান তুলতে টাইগাররা হারিয়েছিল মাত্র এক উইকেট। সেখান থেকে পাঁচ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে মিরাজরা। শেষ পর্যন্ত তারা পরাজিত হয় ৭৭ রানে। আগামীকাল দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/৪জুলাই২৫/এফএএস
