
পরপর দুই সিরিজ জয়। শ্রীলঙ্কায় ওয়ানডে ও টেস্টে ভরাডুবি হলেও টি-টোয়েন্টিতে যেন দেখা গেল ভিন্ন এক বাংলাদেশকে। শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি সিরিজ হারানোর পর এবার ঘরের মাঠেও পাকিস্তানকে হারিয়েছে লিটন দাসের দল। এ নিয়ে টানা দুই সিরিজে জয়ের দেখা পেয়েছে টাইগাররা৷ আগামীতেও জয়ের এমন ধারা অব্যাহত রাখতে চাইবে বাংলাদেশ।
এক নজরে ২০২৫ সালের আগস্টে বাংলাদেশ ক্রিকেটের যত খেলা
পাকিস্তানের সিরিজের পর আগস্টে তিন টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের। এ নিয়ে গত এপ্রিলের শুরুতেই ম্যাচ সূচি ও ভেন্যু নির্ধারণ করে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সাম্প্রতিক সময়ে দুই দেশের কূটনৈতিক টানাপোড়নের কারণে স্থগিত হয়েছে সিরিজটি। যদিও বিসিসিআই এর পক্ষ থেকে জানানো হয়, ভারত ও বাংলাদেশ উভয় বোর্ডই “আন্তর্জাতিক ক্রিকেট সূচি ও উভয় দলের সময়সূচির সুবিধার কথা বিবেচনা করে পারস্পরিক সমঝোতার মাধ্যমে” সফরটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে দাবি করেছে, বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের অবনতিই সফর স্থগিতের প্রকৃত কারণ।
আরও পড়ুন:
» যে কারণে বাংলাদেশ সফর স্থগিত করেছে ভারত
» যেভাবে অলিম্পিকে হবে ক্রিকেট টুর্নামেন্ট
সিরিজ স্থগিত হওয়ায় ওই ফাঁকা সময়ে বিকল্প ব্যবস্থা নিবে বিসিবি৷ বাংলাদেশ ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, আগস্টের ওই ফাঁকা সময়ে জাতীয় দলের জন্য নতুন কোনো দলকে খুঁজছেন তারা। এমনকি দেশের বাইরেও ম্যাচ আয়োজনের চেষ্টা রয়েছে তাদের। তবে কিছুই সম্ভব না হলে ‘এ’ দলের সঙ্গে জাতীয় দলের ম্যাচ আয়োজনের ভাবনা রয়েছে বিসিবির। সেক্ষেত্রে আগস্টেও ব্যস্ত সময় কাটাতে হবে ক্রিকেটারদের।
আগস্টে অবশ্য নারী ক্রিকেটে নেই কোনো ব্যস্ততা। আসন্ন বিশ্বকাপকে ঘিরেই যত ভাবনা বাংলাদেশের। গত এপ্রিলে বিশ্বকাপ বাছাইপর্ব টপকে ভারত ও শ্রীলঙ্কায় বসতে যাওয়া আসন্ন ওয়ানডে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে নিগার সুলতানা জ্যোতিরা। আগামী ২ অক্টোবর কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। এর আগে ২৫ ও ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে বাঘিনীরা।
ত্রিদেশীয় সিরিজ খেলবে অনূর্ধ্ব-১৯ দল
জুলাই-আগস্ট জুড়ে ব্যস্ত সময় কাটাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ব্যাটে-বলেও ছন্দে রয়েছে আজিজুল হাকিম ও জাওয়াদ আবরাররা৷ গত ১৭ জুলাই থেকে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
আরও পড়ুন:
» কোটি কোটি টাকা আয় করেও যে কারণে দেউলিয়া হচ্ছেন ফুটবলাররা
» আর্জেন্টিনা-ব্রাজিল– কার ঝুলিতে কত শিরোপা?
আসন্ন ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে এবার ত্রিদেশীয় সিরিজ খেলবে যুবাররা। জিম্বাবুয়ের মাটিতে অনুষ্ঠিতব্য এই সিরিজে টাইগার যুবাদের প্রতিপক্ষ স্বাগতিক জিম্বাবুয়ে ও শক্তিশালী দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। আগামী বছর এই জিম্বাবুয়ে ও নামিবিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। যেখানে বাংলাদেশ ছাড়াও জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। তাই সবদিক বিবেচনায় ত্রিদেশীয় সিরিজটি হতে যাচ্ছে বিশ্বকাপের যথাযথ প্রস্তুতির মঞ্চ।
২৫ জুলাই থেকে শুরু হয়ে সিরিজটি চলবে ১০ আগস্ট পর্যন্ত৷ সিরিজে রাউন্ড রবিন লিগ ফরম্যাটে মোট ৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি দল একে অপরের বিপক্ষে তিনবার করে মুখোমুখি হবে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায়।
একনজরে ত্রিদেশীয় সিরিজের সূচি:
তারিখ | ম্যাচ | ভেন্যু |
২৫ জুলাই | জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ – দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ | সানরাইজ স্পোর্টস ক্লাব |
২৬ জুলাই | বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ – দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ | সানরাইজ স্পোর্টস ক্লাব |
২৮ জুলাই | বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ – দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ | হারারে স্পোর্টস ক্লাব |
২৯ জুলাই | জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ – দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ | হারারে স্পোর্টস ক্লাব |
৩১ জুলাই | বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ – দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ | হারারে স্পোর্টস ক্লাব |
১ আগস্ট | বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ – দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ | হারারে স্পোর্টস ক্লাব |
৪ আগস্ট | জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ – দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ | হারারে স্পোর্টস ক্লাব |
৬ আগস্ট | বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ – দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ | হারারে স্পোর্টস ক্লাব |
৮ আগস্ট | বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ – দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ | হারারে স্পোর্টস ক্লাব |
১০ আগস্ট | ফাইনাল | হারারে স্পোর্টস ক্লাব |
ক্রিফোস্পোর্টস/২৫জুলাই২৫/টিএইচ/বিটি
