
আজ থেকে মাঠে গড়াতে যাচ্ছে যুব ফুটবলারদের দক্ষিণ এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই। ভারতের মাটিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে এই টুর্নামেন্ট শুরু করবে লাল সবুজের প্রতিনিধিরা।
ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়ায় গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে আজ শুক্রবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হবে এই ম্যাচ। ৬ দলের এই টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে মালদ্বীপ ও ভুটান। আর গ্রুপ ‘বি’-তে রয়েছে আয়োজক দেশ ভারত, নেপাল ও শ্রীলঙ্কা।
অরুণাচলের একই স্টেডিয়ামে আগামী ১১ মে (রোববার) গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ভুটানের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। এরপর প্রতিটি গ্রুপের সেরা দুটি করে দল নিজেদের জায়গা নিশ্চিত করবে সেমিফাইনালে। ১৬ মে দুই সেমিফাইনাল ম্যাচ। এরপর ১৮ মে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের সাফের।
আরও পড়ুন:
» সাফে বাংলাদেশ যুবাদের ম্যাচসহ আজকের খেলা (৯ মে ২৫)
» আইপিএল : পাঞ্জাব-দিল্লির ম্যাচ মাঝপথে পরিত্যক্ত ঘোষণা
যেভাবে দেখবেন সাফ অ-১৯ খেলা :
বাংলাদেশের কোন সম্প্রচারকারী টিভি চ্যানেলে দেখা যাবে না এই টুর্নামেন্ট। তবে ফুটবল দর্শকদের জন্য সুযোগ রয়েছে সামাজিক মাধ্যমে বিনামূল্যে বাংলাদেশের ম্যাচ উপভোগ করার। স্পোর্টওয়ার্কজ ইউটিউব চ্যানেলে সরাসরি দেখানো হবে সাফ অ-১৯ চ্যাম্পিয়নশিপের সকল ম্যাচ।
ক্রিফোস্পোর্টস/৯মে২৫/এফএএস
