
ওয়ানডে ফরমেটে ধারাবাহিক ব্যর্থতায় আইসিসি র্যাঙ্কিংয়ের ১০ নম্বরে রয়েছে বাংলাদেশ। সদ্য শেষ হওয়া আফগানিস্তান সিরিজে নিজেদের অবস্থানে উন্নতি করার সুযোগ ছিল টাইগারদের সামনে। তবে উল্টো হোয়াইটওয়াশের শিকার হয়েছে তারা। এতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হয়ে পড়েছে বাংলাদেশের জন্য আরও কঠিন।
কেননা র্যাংকিংয়ে উন্নতি ঘটাতে না পারলে সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলা হবে না টাইগারদের। সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা ৮ দল। তবে দক্ষিণ আফ্রিকা এই টুর্নামেন্টের স্বাগতিক দল হওয়ায় র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ৯ দল বাছাইপর্বের বাধা ছাড়াই অংশ নিতে পারবে বিশ্বকাপের মূল পর্বে।
আফগানদের কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হারের পর র্যাঙ্কিংয়ে উন্নতি ঘটানোর সুযোগ কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের। ৭৪ রেটিং পয়েন্ট নিয়ে দশম অবস্থানে রয়েছে টাইগাররা। অপরদিকে নবম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৮০। আগামীকাল থেকে এই উইন্ডিজের বিপক্ষেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।
চলতি এই সিরিজেও নিজেদের র্যাঙ্কিংয়ে উন্নতি করার সুযোগ থাকছে বাংলাদেশের। তবে সেজন্য টাইগারদের সিরিজ জিততে হবে ৩-০ ব্যবধানে। তবেই ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে ৯ নম্বরে উঠে আসবে লিটন-মিরাজরা। কিন্তু এতটাও সহজ হবে না বিষয়টা। কেননা সর্বশেষ খেলা টানা চার ওয়ানডে সিরিজে জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। তাই উইন্ডিজদের হোয়াইটওয়াশ করা কঠিন চ্যালেঞ্জ।
তবে কোন ভাবে বাংলাদেশ সেটা করতে পারলেও বেশি সময় নিজেদের অবস্থান ধরে রাখারও চ্যালেঞ্জ থাকবে তাদের জন্য। কেননা আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সেখানে সিরিজ জিতে গেলে পুনরায় ৯ নম্বরে উঠে আসবে ক্যারিবিয়ানরা। এতে সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলার সুযোগ হারাবে বাংলাদেশ।
সহজ কথায় বললে বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজে খেলা ছয় ম্যাচের অন্তত পাঁচটিতে যদি পরাজিত হয় ওয়েস্ট ইন্ডিজ, তবেই আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে নবম স্থান ধরে রাখতে পারবে টাইগাররা। এরপর দেখার বিষয় মাঝে কোন অবসর সূচি পেয়ে নতুন করে কোনও ওয়ানডে সিরিজের আয়োজন করে কিনা বাংলাদেশ কিংবা ওয়েস্ট ইন্ডিজ। তখন আসতে পারে নতুন হিসেব।
অবশ্য সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করার এখনো অনেক সময় আছে। কেননা ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ের মধ্যে আইসিসি শীর্ষে থাকা ৯ দল (স্বাগতিক দক্ষিণ আফ্রিকার সহ) সরাসরি খেলবে ওয়ানডে বিশ্বকাপে। তবে এই সময়ের মধ্যে বাংলাদেশ খুব বেশি ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পাবে না। মাঝে ব্যস্ত থাকতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে।
তাই ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলার সমীকরণ মেলানো বেশ কঠিন হয়েছে বাংলাদেশের জন্য। এর আগে আফগান সিরিজে ভালো করতে পারলে এমন জটিল হিসেবের মারপ্যাচে পড়তে হতো না টাইগারদের। সূচি অনুযায়ী বাংলাদেশের পরবর্তী ওয়ানডে সিরিজ আগামী বছরের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে।
ক্রিফোস্পোর্টস/১৭অক্টোবর২৫/এফএএস
