Connect with us
ক্রিকেট

সোবহানার ফিফটি ও রাবেয়ার ঝড়ে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের

BD vs ENG f
দুর্দান্ত ব্যাটিং করেছেন রাবেয়া ও সোবহানা। ছবি সংগৃহীত

এক সময় মনে হচ্ছিলো দেড়শ রানও করতে পারবে না বাংলাদেশ। তবে রাবেয়া খানের ক্যামিওতে ভর করে প্রায় ১৮০ রানের কাছাকাছি টার্গেট দিয়েছে টাইগ্রেসরা। নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে আগে ব্যাটিং করে ১৭৮ রানে অলআউট হয়েছে নিগার সুলতানা জ্যোতিরা।

ভারতের গৌহাটিতে টস হেরে আগে ব্যাটিং পায় বাংলাদেশ। দুর্দান্ত বোলিং করে বাংলাদেশে চেপে ধরে ইংলিশ প্রমীলা বোলাররা। ১৭৯ রান করলেই জিততে পারবে তারা।

আগের ম্যাচে ফিফটি করা রুবাইয়া হায়দার ঝিলিকের ব্যাট আজ হাসেনি। ৯ বল খেলে ৪ রানে আউট হয়েছেন তিনি। আরেক ওপেনার শারমিন আক্তার উড়ন্ত শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি। ৫২ বলে ৩০ রান করার পথে মেরেছে ৫টি চার। তিনি ফেরার পর দায়িত্ব নিতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক জ্যোতি। দুই বল খেলে রানের খাতা খুলতে পারেননি তিনি।



এরপর বাংলাদেশের রানে ভাটা পড়ে। মাঝের ওভারগুলোতে ধীরগতির ব্যাটিং করেছে বাংলাদেশ। এক প্রান্তে সোবহানা মোশতারি উইকেট আগলে রাখলেও আরেক প্রান্তে ছিল ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল। স্বর্ণা আক্তার, ঋতু মণি, ফাহিমা খাতুন ও নাহিদা আক্তারের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। তাতে দেড়শ রান করা নিয়েও শঙ্কা জেগেছিল।

তবে শেষদিকে রীতিমতো ঝড় তোলেন রাবেয়া খাতুন। ৯ নম্বরে ব্যাট করতে নেমে ২৭ বলে করেছেন অপরাজিত ৪৩ রান। ৬ চার ও এক ছক্কায় প্রায় ১৬০ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন তিনি। মোশতারির ব্যাট থেকে এসেছে ১০৮ বলে ৬০ রান। এটি তার অভিষেক ওয়ানডে ফিফটি।

ক্রিফোস্পোর্টস/৭অক্টোবর২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট