
আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে সোমবার (১৯ মে) মাঠে নেমেছে বাংলাদেশ। শারজায় টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে ফিফটি করেন তানজিদ হাসান তামিম। ৩৩ বলে ৮ চার ও ৩ ছক্কার মারে ৫৯ রান করে ফেরেন এই ওপেনার। তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান। ২৪ বলে ৩ চার ও ২ ছক্কার মারে এই রান করেন হৃদয়। এছাড়া নাজমুল হোসেন শান্ত ১৯ বলে ২৭ এবং জাকের আলী ৬ বলে ১৮ রান করেন।
এদিন ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ঝোড়ো শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ তামিম ও লিটন দাস। পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারিয়ে ৬৬ রান যোগ করে বাংলাদেশ। পাওয়ার-প্লেতেই ২৫ বলে ঝোড়ো ফিফটি তুলে নেন তামিম। তবে দলীয় ৯০ রানের মাথায় সগীর খানের শিকার হয়ে ফেরেন এই ওপেনার।
আরও পড়ুন :
» ব্যালন ডি’অর দৌড়ে এগিয়ে উসমান দেম্বেলে, আরও যারা আছেন?
» আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন মাইলফলক স্পর্শ করলেন শান্ত
এরপর মাঝারি জুটি গড়ে এগোতে থাকে বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে ২০ বলে ৩৫ রান যোগ করেন শান্ত ও লিটন। দলীয় ১২৫ রানের মাথায় জাওয়াদউল্লাহর শিকার হয়ে ফিরে যান লিটন। এরপর তৃতীয় উইকেট শান্ত ও হৃদয় মিলে আরো ৩৮ রান যোগ করেন। দলীয় ১৬৩ রানের মাথায় শান্তকে ফিরিয়ে এই জুটি ভাঙেন জাওয়াদউল্লাহ।
শেষদিকে হৃদয় ও জাকেরের ১৩ বলে ৩৪ রানের ঝোড়ো জুটিতে ভর করে দুইশ পেরোয় বাংলাদেশ। ২৪ ম্যাচ পর টাইগারদের দলীয় সংগ্রহ দুইশ ছুঁইয়েছে। সর্বশেষ গত বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে দুইশ করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।
আরব আমিরাতের পক্ষে আজও বল হাতে দুর্দান্ত করেছেন জাওয়াদউল্লাহ। আগের ম্যাচে ৪ উইকেট শিকার করা এই পেসার আজ নিয়েছেন ৩ উইকেট। এছাড়া ২টি উইকেট শিকার করেছেন সগীর খান।
ক্রিফোস্পোর্টস/১৯মে২৫/বিটি
