Connect with us
ক্রিকেট

স্কিল ও মেন্টাল দুই কারণেই বাংলাদেশ ব্যাটিংয়ে ব্যর্থ : মুশতাক

Mushtaq Ahmed talk about Bangladesh batting
বাংলাদেশের ব্যাটিং নিয়ে কথা বললেন মুশতাক আহমেদ। ছবি- সংগৃহীত

ওয়ানডে ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। তিন ম্যাচের সিরিজ আফগানিস্তানের কাছে এক ম্যাচ হাতে রেখেই পরাজিত হয়েছে টাইগাররা। তবে মজার বিষয় দ্বিতীয় খেলায় আফগানদের দেয়া দেয়া ১৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০৯ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস।

ওয়ানডেতে ধারাবাহিকভাবে বড় রান করতে পারছে না টাইগাররা। মাঝের ওভার গুলোতে স্ট্রাইক রোটেটের মাধ্যমে রানের চাকা সচল রাখতে পারছে না দল। বরং নিয়মিত উইকেট হারিয়ে চাপে পড়ে যাচ্ছে তারা। আর ব্যাটিং ব্যর্থতার জন্য কারণ হিসেবে ব্যাটারদের স্কিল এবং মানসিকতা দুই জায়গাতেই সমস্যা দেখছেন দলের স্পিন কোচ মুশতাক আহমেদ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘স্কিল ও মানসিক দুই জায়গাতেই সমস্যা। তারা প্রচুর চেষ্টা করছে। তবে মানসিক বাধা। ঐ যে বললাম, বোলারকে না খেলে বল খেলতে হবে। ভালো বলে সিঙ্গেল নেওয়া, স্ট্রাইক রোটেট করা। তাতে বোলার চাপে পড়ে। ডট বল খেলে বড় শট খেলতে গেলেই উইকেট হারাতে হবে। আমাদের মেধাবী খেলোয়াড় আছে। কোচরা অনেক এফোর্ট দিচ্ছে।’



পাওয়ার প্লে শেষ হওয়ার পর মাঝের ওভারগুলোতে সহজে বাউন্ডারির দেখা পান না ব্যাটাররা। আর এ সময় খেলে ফেলেন অতিরিক্ত ডট বল। ফলে চাপে পড়ে যান তারা। এর জন্য নিয়মিত সিঙ্গেল রোটেট করার পরামর্শ দেন মুশতাক, ‘আপনাকে সিঙ্গেল থেকে রান বের করার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেইকস অ্যা ম্যান পারফেক্ট। আপনাকে তাই শিখতে হবে।’

বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের মধ্যে সেই সামর্থ্য আছে ভালো করার, তা বিশ্বাস করেন সাবেকে পাকিস্তানি ক্রিকেটার, ‘আমাদের আশাবাদী হতে হবে। এশিয়া কাপেও ছেলেরা ঝলক দেখিয়েছে। সাইফ ও উঠতি তারকারা ভালো করছে। ৫০ ওভার মিনি টেস্ট ক্রিকেটের মতো। টেকটিক্যাল ও গাণিতিক দিক দিয়ে খেলায় উন্নতি করতে হবে।’

ইতিবাচক বিশ্বাস থেকে বাংলাদেশের ব্যাটিং ইউনিট ভালো করবে বলে আশা করেন তিনি, ‘আপনাকে ইতিবাচক হতে হবে, বিশ্বাসী হতে হবে। আমি সবসময় বিশ্বাসের কথা বলি, যে আমরা ভালো দল। আমাদের মেধা কতখানি তা এই পারফরম্যান্সে বোঝা যাবে না। বোলিং ইউনিট ভালো করছে, পেসার স্পিনার সবাই। ব্যাটিংয়ে উন্নতি করলে যেকোনো দলকে চ্যালেঞ্জ জানানো সম্ভব।’

ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আগামী মঙ্গলবার (১৪ অক্টোবর) আবুধাবিতে ফের আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। যেখানে জয় তুলে নিয়ে হোয়াইটওয়াশ এড়াতে চাইবে টাইগাররা।

ক্রিফোস্পোর্টস/১২অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট