ইতোমধ্যে জুনিয়র হকি বিশ্বকাপ থেকে বিদায় ঘন্টা বেজে গেছে বাংলাদেশের। তবে টুর্নামেন্টের শুরু থেকে এখন পর্যন্ত নিজ মহিমায় উড়ে চলেছেন বাংলাদেশি আমিরুল ইসলাম। হকির চলমান বিশ্বমঞ্চে এখন পর্যন্ত খেলা চার ম্যাচের তিনটিতেই হ্যাটট্রিক করেছেন লাল সবুজের এই প্রতিনিধি। এতে টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলের মালিক তিনি।
টুর্নামেন্টের গ্রুপ পর্বে কঠিন তিন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। যার মধ্যে দুটিতে পরাজয়ের বিপরীতে এক ম্যাচে ড্র করে চার দলের মধ্যে তৃতীয় অবস্থানে ছিল যুবারা। এরপর অবস্থান নির্ধারণী ম্যাচে আজ ওমানের বিপক্ষে খেলতে নেমে নিজেদের প্রথম জয় তুলে নেয় বাংলাদেশ। সেখানে একাই ৫ গোল করেছেন আমিরুল।
এর আগে গ্রুপ পর্বের দুই ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও হ্যাটট্রিক করেছিলেন আমিরুল। আর ফ্রান্সের বিপক্ষে ছিল তার এক গোল। সবমিলিয়ে চলমান টুর্নামেন্টে এখন পর্যন্ত মোট ১২ গোল করেছেন এই যুবা। ভারতের মাটিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে যা চলতি আসরের সর্বোচ্চ গোল।
জুনিয়র হকি বিশ্বকাপের চলমান এই টুর্নামেন্টে আমিরুলের পর দ্বিতীয় অবস্থানে আছেন স্পেনের ব্রুনো আভিলা। এখন পর্যন্ত তিনি করেছেন মোট ৮ গোল। এরপরেই সাত গোল নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন নিউজিল্যান্ডের জন্টি এলমেস। ৬ গোলে যৌথভাবে চতুর্থ স্থানে আছেন আর্জেন্টাইন ব্রুনো কোরেয়া ও ইংলিশ কাদেন ড্রাইসে।
আগামী ৫ ডিসেম্বর কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে স্পেন, আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এদিকে ৬ ডিসেম্বর টুর্নামেন্টের ১৭ থেকে ২০তম স্থান নির্ধারণী ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। যেই দলের বিপক্ষে ৩-০ গোলে পিছিয়ে থাকা ম্যাচেও আমিরুলের হ্যাটট্রিকে সমতায় শেষ করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।
উল্লেখ্য, প্রথমবারের মতো হকি যুব বিশ্বকাপে আজ জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। অবস্থান নির্ধারণী ম্যাচে ওমানকে ১৩-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে বাংলার দামাল ছেলেরা। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আসন্ন ম্যাচে নিজের গোল সংখ্যা বাড়িয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার অবস্থান মজবুত করতে চাইবেন আমিরুল ইসলাম।
ক্রিফোস্পোর্টস/৪ডিসেম্বর২৫/এফএএস