Connect with us
ক্রিকেট

কম্বোডিয়া জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি তরুণ

Shuaib
কম্বোডিয়া জাতীয় দলে বাংলাদেশি শোয়েব। ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়া সফরের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে কম্বোডিয়া জাতীয় ক্রিকেট দল। ঘোষিত এই দলে চমক হিসেবে জায়গা করে নিয়েছেন একজন বাংলাদেশি তরুণ ক্রিকেটার। নাম মোহাম্মদ শুয়াইব আলম, যিনি ক্রিকেট অঙ্গনে পরিচিত সৃজন নামে।

অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে বাংলাদেশি বংশোদ্ভূত তরুন কীভাবে ভিন্ন দেশের ক্রিকেটে সুযোগ পেল? মূলত বাংলাদেশে জন্ম হলেও শুয়াইব এখন খেলছেন কম্বোডিয়ার জাতীয় দলের হয়ে। বাঁহাতি অফ স্পিনার ও ডানহাতি ব্যাটার শুয়াইবের জন্ম নারায়ণগঞ্জে। পড়াশোনার জন্য ঢাকায় এসে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বি ফার্ম ও এম ফার্ম সম্পন্ন করেন তিনি। মাস্টার্স শেষ করে পেশাগত জীবনের প্রয়োজনে পাড়ি জমান কম্বোডিয়ায়।

চাকরির ব্যস্ততার মাঝেও ক্রিকেট থেকে দূরে যাননি শুয়াইব। নিয়মিত খেলার মধ্য দিয়েই ধীরে ধীরে নজরে পড়েন দেশটির ক্রিকেট সংশ্লিষ্টদের। সেই ধারাবাহিকতার ফল হিসেবেই এবার জাতীয় দলের স্কোয়াডে ডাক পেলেন এই বাংলাদেশি তরুণ।



আসন্ন সফরে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৮ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে কম্বোডিয়া। সিরিজটি অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়ার বালি শহরে, ২৩ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত। এই সিরিজ সামনে রেখে ঘোষিত স্কোয়াডে শুয়াইবের অন্তর্ভুক্তি কম্বোডিয়ার ক্রিকেটে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিকে নতুন করে সামনে এনেছে। শুধু তাই নয়, একজন বাংলাদেশি তরুণ হিসেবে বাহিরের দেশের ক্রিকেটে সুযোগ পাওয়া বিশেষ করে জাতীয় দলের হয়ে খেলা অত্যন্ত গৌরবের বিষয়

বর্তমানে শুয়াইব কম্বোডিয়ার মেসকাভা ফার্মাতে কান্ট্রি ম্যানেজার হিসেবে কর্মরত। জাতীয় দলের হয়ে খেলার জন্য ইতোমধ্যে নিজের কর্মস্থলের কাছেও ছুটির আবেদন করেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে কম্বোডিয়ার জার্সিতে আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামবেন নারায়ণগঞ্জের এই তরুণ।

একনজরে কম্বোডিয়ার স্কোয়াড:
সক মংদারা, হানেকম মারসেলে, মোহাম্মদ শোয়েব আলম, মুহাম্মদ নাঈম, তাঝিসেরি গিরেশ নিভেদ, রাথানাক চানথন, পেল ভান্নাক, বেউকেস এটিয়েনে, তে সেংলং, গুলাম মুর্তজা চুংতাই, নির্মালজিত সিং, শাহ আবরার হুসাইন, বুনথেন ফন, লুকমান বাট।

ক্রিফোস্পোর্টস/২১ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট