
এশিয়ান কাপ বাছাই টুর্নামেন্ট খেলে দেশে ফেরার পরপরই ভুটানে নিজেদের ক্লাব পারো এফসিতে যোগ দিয়েছিলেন ঋতুপর্ণা ও মনিকা চাকমা। আর ফিরেই তারা ক্লাবকে এনে দিলেন এক বিশাল জয়। এই ম্যাচে নজরকাড়া পারফরম্যান্সের সুবাদে সুমাইয়া ম্যাচসেরার পুরস্কার জিতেছেন।
সোমবার পারো এফসি গেলেফু স্পোর্টস ক্লাবকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ১২-১ গোলের বিশাল ব্যবধানে। পারো এফসির এই জয়ে বাংলাদেশি ফুটবলারদের অবদান ছিল অনস্বীকার্য।
দলের তারকা স্ট্রাইকার সাবিনা খাতুন একাই চারটি গোল করে দলের জয়ে মুখ্য ভূমিকা রেখেছেন। এছাড়া, উদীয়মান ফুটবলার সুমাইয়া করেছেন দারুণ এক হ্যাটট্রিক। ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমাও একটি করে গোল করে স্কোরশিটে নাম তুলেছেন। দলের বাকি তিনটি গোল এসেছে ভুটানের স্থানীয় ফুটবলারদের পা থেকে।
আরও পড়ুন:
» দেশের ব্যাডমিন্টনকে এগিয়ে নিতে সহযোগিতা করবে ক্রিকেট বোর্ড
» লর্ডসে শেষ মুহূর্তের নাটকীয়তায় ভারতকে হারাল ইংল্যান্ড
ম্যাচসেরা হয়ে সুমাইয়া নিজের সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমার এই পারফরম্যান্সের সব কৃতিত্ব টিমমেটদের। এই ট্রফি ক্লাবকে উৎসর্গ করছি। আমি ধারাবাহিকভাবে ভালো খেলতে চাই।”
এদিকে, বাংলাদেশের জাতীয় ফুটবল দলের বৃটিশ কোচ পিটার বাটলারের দল নির্বাচনে সাবিনা, কৃষ্ণা, মাসুরা, সুমাইয়া ও সানজিদার মতো খেলোয়াড়দের অনুপস্থিতি প্রায়শই আলোচনার জন্ম দেয়। এই ফুটবলাররা ভুটান লিগে নিয়মিত গোল করছেন এবং ম্যাচসেরার স্বীকৃতিও পাচ্ছেন। যদিও ভুটান লিগের মান ও প্রতিদ্বন্দ্বিতা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে, তবুও এই খেলোয়াড়দের ধারাবাহিক পারফরম্যান্স নিঃসন্দেহে তাদের জাতীয় দলে অন্তর্ভুক্তির দাবিকে আরও জোরালো করছে।
ক্রিফোস্পোর্টস/১৪জুলাই২৫/এসএইচএ
