Connect with us
ক্রিকেট

ভারত-পাকিস্তান ম্যাচে থাকছেন বাংলাদেশি আম্পায়ার

Bangladeshi umpire to officiate in the India-Pakistan match.
ভারত-পাকিস্তান ম্যাচে থাকছেন বাংলাদেশি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। ছবি- সংগৃহীত

আগামীকাল (মঙ্গলবার) সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠছে ২০২৫ এশিয়া কাপের। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টুর্নামেন্টের ১৭তম আসর। এবারের আসরটি অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। 

দুই গ্রুপে ভাগ হয়ে মোট ৮টি দল অংশ নিচ্ছ্ব এবারের এশিয়া কাপে। যেখানে গ্রুপ এ-তে একই সঙ্গে আছে ভারত-পাকিস্তান। আর তাদের সঙ্গী হিসেবে রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও ওমান। অন্যদিকে বি-গ্রুপে খেলবে বাংলাদেশ এবং তাদের সঙ্গী হিসেবে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এই মহাদেশীয় টুর্নামেন্টের গ্রুপ পর্বের জন্য ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। যেখানে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান দ্বৈরথে থাকছেন এক বাংলাদেশি আম্পায়ার।



আগামী ১৪ সেপ্টেম্বর মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচে মাঠের আম্পায়ারের দায়িত্বে থাকবেন বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল। মাঠে তাকে সঙ্গ দেবেন লঙ্কান আম্পায়ার রুচিরা পালিয়াগুরুগে। এ ছাড়াও ১২ সেপ্টেম্বর পাকিস্তান-ওমান ম্যাচে মাঠের আম্পায়ার এবং ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা-হংকং ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্বে দেখা যাবে মুকুলকে।

মুকুল ছাড়াও এশিয়া কাপে আম্পায়ার হিসেবে দেখা যাবে গাজী সোহেলকে। তিনিও বেশকিছু ম্যাচে দায়িত্বরত থাকবেন।

প্রসঙ্গত, এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচের জন্য বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান থেকে ১০ ম্যাচ অফিশিয়ালের নাম ঘোষণা করা হয়েছে। যেখানে বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেলের পাশাপাশি ভারতের রোহন পণ্ডিত ও বিরেন্দ্র শর্মা, পাকিস্তানের আসিফ ইয়াকুব ও ফয়সাল আফ্রিদি, শ্রীলঙ্কার রাভীন্দ্র বিমলাসিরি ও রুচিরা পেরেরা এবং আফগানিস্তানের আহমদ পাকতিন ও ইজতুল্লাহ সাফি।

ক্রিফোস্পোর্টস/৮সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট