
কানাডিয়ান প্রিমিয়ার লিগে কাভালরির হয়ে খেলছেন বাংলাদেশি ফুটবলার সামিত সোম। নিজেদের সবশেষ ম্যাচে ইয়র্ক ইউনাইটেডের বিপক্ষে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সেদিন মাঝমাঠে দুর্দান্ত পারফর্ম করে টুর্নামেন্টের সপ্তাহ সেরা একাদশে জায়গা করে নিয়েছেন সামিত।
ইয়র্কের বিপক্ষে এদিন ২-১ গোলের জয় পেয়েছিল কাভালরি। এই ম্যাচে সেন্ট্রাল মিডে খেলে কোন গোল বা অ্যাসিস্ট না পেলেও দুর্দান্ত ছিলেন সামিত। তার দারুন পারফরম্যান্সে ভর করে প্রিমিয়ার লিগের চলতি আসরে প্রথম জয়ের দেখা পেয়েছে কাভালরি।
সামিত ছাড়াও কাভালরির আরও তিন ফুটবলার জায়গা পেয়েছেন সপ্তাহের এই সেরা একাদশে। ইয়র্কের বিপক্ষে ম্যাচে দুই গোলদাতা টোবিয়াস ওয়ারচেস্কি এবং ফ্রেজার এয়ার্ড এর পাশাপাশি সামিতের মিডফিল্ড পার্টনার সার্জিও কামার্গোও আছেন এই দলে।
আরও পড়ুন:
» প্লে অফে কারা যাবে— রিশাদের লাহোর নাকি নাহিদের পেশোয়ার?
» সেমিফাইনালে রাতে মাঠে নামার আগে সুখবর পেল বার্সেলোনা
ইয়র্কের বিপক্ষে শেষ ম্যাচে জয় পেলেও খুব একটা ভালো অবস্থানে নেই কাভালরি এফসি। ৮ দলের লিগে বর্তমানে ৫ম স্থানে রয়েছে তারা। ৪ ম্যাচের মধ্যে জয় পেয়েছে ১ ম্যাচে; আর ড্র ১ ম্যাচ। বাকি দুই ম্যাচেই পরাজিত হয়েছে তারা। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে অ্যাটলেটিকো ওটোয়া।
উল্লেখ্য, ইতোমধ্যে বাংলাদেশের ই-পাসপোর্ট পেয়েছেন সামিত। ফলে আনুষ্ঠানিকভাবেই তাকে বাংলাদেশি ফুটবলার হিসেবে চিন্তিত করা যায়। তার সকল ডকুমেন্ট নিয়ে ফিফার কাছে আবেদন করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আশা করা যায় আগামী জুনে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সিতে অভিষেক হবে তার।
ক্রিফোস্পোর্টস/৬মে২৫/এফএএস
