Connect with us
ফুটবল

প্রিমিয়ার লিগের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার

Farhan Ali Wahid
প্রিমিয়ার লিগ ক্লাব ফুলহামের মূল দলে যোগ দিয়েছেন ফারহান আলী ওয়াহিদ। ছবি- সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাজয়ী ক্লাব লেস্টার সিটিতে খেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরি। এবার প্রিমিয়ার লিগের ক্লাবে নাম লেখানেন বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলার। ফুলহামের বয়সভিত্তিক দলে খেলা ফারহান আলী ওয়াহিদ ক্লাবটির মূল দলে নাম লিখিয়েছেন। গতকাল (২৪ জুলাই) ক্লাবটির সঙ্গে প্রথম পেশাদার চুক্তি সই করেছেন এই ১৮ বছর বয়সী তরুণ।

সাম্প্রতিক সময়ে দেশের ফুটবলের সবচেয়ে আলোচিত বিষয় বংশোদ্ভূত ফুটবলার। দেশের ফুটবলের উন্নতির জন্য বংশোদ্ভূত ফুটবলারদের দিকে বাড়তি নজর দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যার ধারাবাহিকতায় দীর্ঘ অপেক্ষার পর চলতি বছর বাংলাদেশের জার্সিতে অভিষেক ঘটে হামজার।

হামজা আসার পর থেকেই জাতীয় দলের জার্সিতে খেলতে আগ্রহ দেখান অনেক বংশোদ্ভূত ফুটবলাররাই। সেই ধারাবাহিকতায় ফাহামিদুল ইসলাম ও সামিত সোমদেরও অভিষেক ঘটেছে জাতীয় দলে। সামনে আরো কয়েকজন অভিষেকের অপেক্ষায় আছেন। এমনকি গত মাসের শেষদিকে বংশোদ্ভূত ফুটবলারদের জন্য ট্রায়ালের আয়োজনও করেছিল বাফুফে।

আরও পড়ুন:

» সেই ঘটনায় ভীষণ কষ্ট পেয়েছেন নেইমার, যে ইঙ্গিত দিলেন

» অর্থসংকটে জাভিকে হারালো ভারত 

এবার আলোচনায় উঠে এসেছেন আরেক বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। ফুলহামের মূল দলে যোগ দেওয়া এই তরুণ উইঙ্গারকে নিয়ে দেশের ফুটবল পাড়ায় বেশ আলোচনা চলছে। যদিও বাংলাদেশের জার্সিতে তার খেলাটা এখনো অনেক দূরের বিষয়। কেননা বাংলাদেশের হয়ে তিনি আদৌও খেলবেন কি না সেটা এখনও অজানা। তবে তিনি খেলতে চাইলে ভবিষ্যতে হয় হামজা-সামিত সোমদের সঙ্গে একই মাঠে দেখা যেতে পারে তাকে।

ফারহানের ফুটবল যাত্রা শুরু হয় চেলসি একাডেমিতে। ২০১৯ সালে চেলসি থেকে ফুলহামের একাডেমিতে যোগ দেন তিনি। ফুলহামের একাডেমিতে চার মৌসুম কাটিয়ে সুযোগ পান অনূর্ধ্ব-১৮ দলে। এছাড়া অনূর্ধ্ব-২১ দলের হয়েও খেলেছেন তিনি। অবশেষে মিলেছে মূল দলের টিকিট। অবশ্য মাঝে ২০২০ সালে ইংল্যান্ড অনূর্ধ্ব–১৫ দলেও ডাক পেয়েছিল ফারহান। তবে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি এই উইঙ্গার।

Farhan Ali Wahid_Fulham U18

ফুলহাম অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ফারহানের গোল উদযাপন। ছবি- ফুলহাম এফসি 

মূল দলের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর নিজের অনুভূতি জানিয়ে ফারহান বলেন, ‘এটা অসাধারণ অনুভূতি। প্রতিটা ফুটবলারই এই মূহূর্তের জন্য অপেক্ষা করে। আমি অনেকদিন ধরেই এই মুহূর্তের জন্য পরিশ্রম করে যাচ্ছি। অনেক পরিশ্রমের পর এই পর্যায়ে এসেছি, অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়।’

দেশের ফুটবলের আলোচনার নতুন নাম এই ফারহান। ইতোমধ্যে তার বাংলাদেশ দলের হয়ে খেলা নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছেন অনেকেই। তবে ফারহান কি চান, ভবিষ্যতে তাকে জাতীয় দলের জার্সিতে দেখা যাবে কি না, সেটা সময়ই বলে দেবে।

ক্রিফোস্পোর্টস/২৫জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল