
ঢাকায় চলমান সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মেয়েরা ৯-১ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে। বড় জয়ে টুর্নামেন্ট শুরু করায় দারুণ উজ্জীবিত এখন বাংলাদেশ দল। আজ নেপালের বিপক্ষেও জয়ে চোখ থাকবে তাদের। বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ-নেপাল ম্যাচটি সন্ধ্যা ৭টায় শুরু হবে।
নেপালের বিপক্ষে লড়াইটা এত সহজ হবে না। নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে হিমালয়ের কন্যারাও বেশ শক্তিশালী দল নিয়ে এসেছে। প্রথম ম্যাচে ভুটানকে ৬-১ গোলে হারিয়েছে তারা। তাই আজ কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে স্বাগতিকরা। নেপালের পক্ষে পূর্ণিমা রায় হ্যাটট্রিকসহ ৪ গোল উপহার দেন। বাংলাদেশের বিপক্ষে এই ফুটবলার আতঙ্কের কারণ হতে পারেন।
আরও পড়ুন:
» ইতিহাস গড়লো বাংলার মেয়েরা, প্রথম অংশগ্রহণেই ব্রোঞ্জ জয়!
» চ্যালেঞ্জিং কন্ডিশনে সিরিজ বাঁচাতে মরিয়া বাংলাদেশ
তবে প্রথম ম্যাচে সাগরিকা হ্যাটট্রিক করেছেন। বাংলাদেশের মেয়েরা যেভাবে আগ্রাসী ফুটবল খেলেছেন, তাতে নেপাল ম্যাচকে ঘিরেও ভালো কিছুর আশা। গত ম্যাচে সাগরিকার হ্যাটট্রিক নিয়ে তৃপ্তি থাকলেও বাংলাদেশ কোচ পিটার জেমস বাটলার দলের সামগ্রিক পারফরম্যান্সে খুশি হতে পারেননি। কারণ গোলমুখে মুনকি-শিখাদের সুযোগ নষ্ট করেছেন।
এর পেছনে অবশ্য কারণ ছিল। গত কদিনের টানা বৃষ্টিতে বসুন্ধরা কিংস অ্যারেনা কর্দমাক্ত ও ভারী হয়ে যাওয়ায় স্বাভাবিক খেলাটা খেলতে পারেননি তারা। তবে দুই দিন ধরে বৃষ্টি নেই। গতকালের কড়া রোদে মাঠ পুরোপুরি শুকিয়ে গেছে। তাই আজ সন্ধ্যায় নেপালের বিপক্ষে স্বাগতিকদের ফিনিশিং সমস্যা কেটে যাবে বলে প্রত্যাশা। সাগরিকা, মুনকিরা আরও বেশি গোল পাবেন বলেই আশা।
বয়সভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে খেলছে বাংলাদেশ। গত আসরে শিরোপা জিতেছিল তারা।
ক্রিফোস্পোর্টস/১৩জুলাই২৫/এসএইচএ
