
সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। স্বাগতিক ভুটানের বিপক্ষে দারুণ এক জয়ে আসর শুরু করেছিল লাল-সবুজের মেয়েরা। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসেই হারের মুখ দেখল দলটি। শক্তিশালী ভারতের কাছে হেরে গেছে অর্পিতা বিশ্বাসের দল।
আজ শুক্রবার (২২ আগস্ট) সাফের দ্বিতীয় ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৭ নারী দলের কাছে ২-০ গোলের ব্যবধানে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল। অপরদিকে প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ৭-০ গোলের জয়ের পর আজ বাংলাদেশকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ভারতের মেয়েরা।
এদিন থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে আক্রমণ-পাল্টা আক্রমণে যায় দুই দল। তবে সাফল্য ধরা দেয় ভারতের পক্ষেই। ম্যাচের ১৪ মিনিটেই পার্ল ফার্নান্দেসের গোলে এগিয়ে যায় ভারত। শুরতেই পিছিয়ে পড়ার পর বাংলাদেশের সামনে সুযোগ ছিল সমতায় ফেরার। সেই লক্ষ্যে পাল্টা আক্রমণ চালায় সৌরভী-আলপিরাও। তবে ফিনিশিংয়ে ব্যর্থতার কারণে কোনো সাফল্যের দেখা পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা। ১-০ গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে অর্পিতারা।
এরপর দ্বিতীয়ার্ধে নেমেও গোল শোধের জন্য মরিয়া হয়ে পড়ে বাংলাদেশ। তবে বেশ কয়েকবার চেষ্টা করেও কোনোভাবেই সেই কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিলো না দলটি। ম্যাচের ৭৬ মিনিটে বাংলাদেশের জালে দ্বিতীয় আঘাত হানে ভারত। দ্বিতীয় গোল হজমের পর বাংলাদেশের ম্যাচে ফেরার সম্ভাবনা আরো ক্ষীণ হয়ে আসে। শেষ পর্যন্ত কোনো গোলই শোধ করতে পারেনি বাংলাদেশ। এতে ২-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় মাহবুবুর রহমানের শিষ্যদের।
বাংলাদেশকে হারিয়ে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে ভারত। ১ জয় ও ১ হারে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে বাংলাদেশ। বিকেলে দিনের অপর ম্যাচে নেপালের মুখোমুখি হবে স্বাগতিক ভুটান।
প্রসঙ্গত, চার দলের এই সাফে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে রাউন্ড রবিন পদ্ধতিতে, যেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে মুখোমুখি হবে। সবগুলো ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দলই চ্যাম্পিয়ন হবে।
ক্রিফোস্পোর্টস/২২আগস্ট২৫/বিটি
