Connect with us
ফুটবল

ভুটানের লিগে বাংলাদেশি ফুটবলারদের গোল উৎসব

Bangladeshi footballers celebrate goals in Bhutanese league
(বা থেকে) মাসুরা পারভীন ১ গোল এবং কৃষ্ণা রানী সরকার ২ গোল করেছেন। ছবি- সংগৃহীত

ভুটানের নারী ফুটবল লিগের এবারের আসরে যেন বাংলাদেশি খেলোয়াড়দের মেলা বসছে। তিনটি ভিন্ন ভিন্ন ক্লাবের হয়ে নাম লিখিয়েছেন ১০ বাংলাদেশি নারী ফুটবলার। নিজ নিজ ক্লাবের হয়ে রীতিমতো আলো ছড়াচ্ছেন তারা। বাংলাদেশিদের মধ্যে এবার দুর্দান্ত পারফর্ম করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন কৃষ্ণা রানী সরকার।

সোমবার (১২ মে) ভুটানের নারী ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে উজিয়েন একাডেমিকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে ট্রান্সপোর্ট ইউনাইটেড। এই ম্যাচেই দুটি গোল এসেছে কৃষ্ণার পা থেকে। আর তাতেই ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছেন এই বাংলাদেশি ফরোয়ার্ড। এছাড়া একটি গোল এসেছে মাসুরা পারভীনের পা থেকে।

এদিন ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় ট্রান্সপোর্ট ইউনাইটেড। কিন্তু প্রথমার্ধে কোনো গোলের দেখা পাননি বাংলাদেশের কেউ। তবে দ্বিতীয়ার্ধে উজিয়েনের বিপক্ষে রীতিমতো গোল উৎসবে মেতে ওঠে ট্রান্সপোর্ট ইউনাইটেড। বিরতির পর আরও ৬ গোল দেয় তারা। যার মধ্যে থেকে দুটি গোল করেন কৃষ্ণা এবং একটি করেন মাসুরা পারভীন।

আরও পড়ুন:

» টেস্ট থেকে কোহলির অবসর নিয়ে যা বললেন লিটন

» ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি 

দ্বিতীয়ার্ধ শুরুর প্রথম মিনিটেই গোল দেয় ট্রান্সপোর্ট ইউনাইটেড। দলের পক্ষে এবারের গোলটি করেন মাসুরা। ম্যাচের ৫৫তম মিনিটে নিজের প্রথম গোলের দেখা পান কৃষ্ণা। এরপর দ্বিতীয় গোলটি আসে ম্যাচের ৭৮তম মিনিটে।

এই ম্যাচে ৫ বিদেশি ফুটবলারকে নিয়ে খেলতে নেমেছে ট্রান্সপোর্ট ইউনাইটেড। যার মধ্যে তিনজনই ছিলেন বাংলাদেশের। কৃষ্ণা ও মাসুরা ছাড়াও শুরুর একাদশে ছিলেন রুপনা চাকমা। দলটির গোলবার বেশ ভালোভাবেই সামাল দিয়েছেন সাফজয়ী এই গোলরক্ষক। প্রথম ম্যাচে ক্লিনশিট নিয়েই মাঠ ছেড়েছেন তিনি।

ক্রিফোস্পোর্টস/১২মে২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল