অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব–২০ দলে জায়গা পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার আরহাম ইসলাম। এক বছর আগে কম্বোডিয়ায় এএফসি অনূর্ধ্ব–১৭ বাছাইপর্বে বাংলাদেশের জার্সিতে খেলেছিলেন তিনি। এবার জায়গা হলো অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-২০ দলে। প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে বাংলাদেশের হয়ে খেলার রেকর্ডও গড়েছিলেন তিনি।
এদিকে ডিসেম্বরে জাপানে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া। যেখানে স্পেনের অনূর্ধ্ব–২০ দল থাকবে। সেখানে জাপানের জাতীয় জুনিয়র দল এবং একটি ক্লাব দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এই সফরের জন্য ঘোষিত ২০ সদস্যদের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। যে দলের ২০ জনের স্কোয়াডে ১৩ জনই নতুন সদস্য। ওয়েস্টার্ন ইউনাইটেডের ফরোয়ার্ড হিসেবে আরহাম তাদেরই একজন হয়ে মাঠে নামবেন।
এক বছর আগে বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ দলের সেই বাছাইপর্বে আরহামকে পান ম্যানেজার ও সাবেক জাতীয় অধিনায়ক জাহিদ হাসান এমিলি। তার চোখে খবরটা আনন্দের পাশাপাশি আক্ষেপও। এমিলির মতে, আরহামের মত সম্ভাবনাময় ফুটবলার একদিন অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক দল পেরিয়ে জাতীয় দলেও সুযোগ পেয়ে যেতে পারে। কিন্তু একই সঙ্গে তিনি মনে করেন, বাস্তবতার কারণে বাংলাদেশ হয়তো আর তাকে ফিরে পাবে না। গত এক বছরে অনূর্ধ্ব–১৯ ও অনূর্ধ্ব–২৩ দলে না ডাকা নিয়েও তার হতাশা স্পষ্ট। তিনি বলেন, পরিবারসহ আরহাম বাংলাদেশের বিষয়টি সবার আগে ভাবত, তাই তখনই তাকে ধরে রাখা উচিত ছিল। কিন্তু আমরা তাকে যথাযথ মর্যাদা দিতে পারিনি।
সেই দলের কোচ ছিলেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। পরে তিনি অনূর্ধ্ব–২৩ দলের দায়িত্ব নেওয়ার পরও আরহামকে ডাকা হয়নি, যা তখন আলোচনার জন্ম দিয়েছিল। অস্ট্রেলিয়ার নতুন স্কোয়াড ঘোষণার পর প্রশ্ন উঠেছে, ভবিষ্যতে আরহাম বাংলাদেশের হয়ে খেলবেন কি না। যদিও টেকনিক্যাল ডিরেক্টর জানিয়েছেন, ফেডারেশনের সঙ্গে তার পরিবার এখনো যোগাযোগের মধ্যেই আছে।
এদিকে জাপান সফরটা আরহামের জন্য নতুন দরজা খুলে দেবে বলেই ভাবা হচ্ছে। বাংলাদেশের হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ফরোয়ার্ড এখন অস্ট্রেলিয়ার জুনিয়র দলে পা রাখলেন। অস্ট্রেলিয়ার মত ফুটবল দলে খেলতে পারা আরহামের জন্য নতুন অভিজ্ঞতা সঞ্চার করবে।
ক্রিফোস্পোর্টস/৮ডিসেম্বর২৫/টিএ