
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে বেশ ভালোভাবেই প্রস্তুত হচ্ছে বাংলাদেশের যুবারা। সবশেষ শ্রীলঙ্কার সফরে গিয়েছিল যুবারা। এবার দক্ষিণ আফ্রিকা সফর করবে তারা। সেখানে প্রোটিয়া যুবদলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবেন জাওয়াদ আবরার-আজিজুল হাকিমরা। আর প্রোটিয়া সিরিজ শেষে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ।
২০২৬ সালের যুব বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে জিম্বাবুয়ের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। যেখানে স্বাগতিক দেশের পাশাপাশি থাকছে দক্ষিণ আফ্রিকাও।
আসন্ন এই সিরিজে প্রতিটি দল একে অপরের বিপক্ষে ৩ বার করে খেলবে। লিগ পর্বের ৯টি ম্যাচ শেষে টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে উঠবে। জিম্বাবুয়ের দুইটি ভেন্যু― সানরাইজ স্পোর্টস ক্লাব ও হারারে স্পোর্টস ক্লাবে সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন:
» নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ
» বাংলাদেশ সফরের আগে দুঃসংবাদ পেল পাকিস্তান
আগামী ২৫ জুলাই থেকে শুরু হবে এই সিরিজ। উদ্বোধনী দিনে দক্ষিণ আফ্রিকা যুব দলের মুখোমুখি হবে স্বাগতিক জিম্বাবুয়ে যুব দল। পরদিন প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ দিয়ে সিরিজ শুরু করবে বাংলাদেশের যুবারা। ৮ আগস্ট পর্যন্ত চলবে লিগ পর্বের খেলা। এরপর ১০ আগস্ট ফাইনাল অনুষ্ঠিত হবে।
একনজরে ম্যাচসূচি :
তারিখ | ম্যাচ | ভেন্যু |
২৫ জুলাই | জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ – দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ | সানরাইজ স্পোর্টস ক্লাব |
২৬ জুলাই | বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ – দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ | সানরাইজ স্পোর্টস ক্লাব |
২৮ জুলাই | বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ – দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ | হারারে স্পোর্টস ক্লাব |
২৯ জুলাই | জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ – দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ | হারারে স্পোর্টস ক্লাব |
৩১ জুলাই | বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ – দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ | হারারে স্পোর্টস ক্লাব |
১ আগস্ট | বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ – দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ | হারারে স্পোর্টস ক্লাব |
৪ আগস্ট | জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ – দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ | হারারে স্পোর্টস ক্লাব |
৬ আগস্ট | বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ – দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ | হারারে স্পোর্টস ক্লাব |
৮ আগস্ট | বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ – দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ | হারারে স্পোর্টস ক্লাব |
১০ আগস্ট | ফাইনাল | হারারে স্পোর্টস ক্লাব |
ক্রিফোস্পোর্টস/৭জুলাই২৫/বিটি
