
ত্রিদেশীয় সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশের যুবারা। এই সিরিজে জাওয়াদ আবরার ও আজিজুল হাকিম তামিমদের প্রতিপক্ষ হিসেবে থাকছে স্বাগতিক জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দল এবং শক্তিশালী দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল।
২৫ জুলাই থেকে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। সানরাইজ স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামবে সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে।
বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের প্রথম ম্যাচ ২৬ জুলাই একই মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। প্রথম দুটি ম্যাচ শেষ হওয়ার পর পুরো সিরিজটি হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন:
» অলিখিত ফাইনালে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল শ্রীলঙ্কা
» রিয়ালের ৩ ফুটবলারকে বড় দুঃসংবাদ দিলো উয়েফা
একদিনের বিরতির পর, বাংলাদেশের যুবারা তাদের পরের ম্যাচ খেলবে স্বাগতিক জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে, ২৮ জুলাই। রাউন্ড রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজে বাংলাদেশ, জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি করে ম্যাচ খেলবে।
বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলো ৩১ জুলাই: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে (দ্বিতীয়বার); ১ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে (দ্বিতীয়বার) হারারে স্পোর্টস ক্লাব মাঠে; ৬ আগস্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে (তৃতীয়বার); ৮ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে (তৃতীয়বার)।
গ্রুপ পর্বের এই ম্যাচগুলো শেষে পয়েন্ট টেবিলের সেরা দুই দল ১০ আগস্ট হারারে স্পোর্টস ক্লাব মাঠেই ফাইনাল খেলবে।
ক্রিফোস্পোর্টস/৮জুলাই২৫/এসএইচএ
