
এখনো এশিয়া কাপ জিততে পারেনি বাংলাদেশ, শুনে অবাক হয়েছেন আফগানিস্তানের কোচ জনাথন ট্রট। আফগানিস্তানের ইংলিশ এই কোচ এতদিন জানতেন, এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। তবে এবার সত্যিটা জানতে পেরে বেশ অবাক হয়েছেন আফগানদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে তোলা এই কোচ।
আগামীকাল বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে আজ (সোমবার) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন আফগানিস্তানের প্রধান কোচ জনাথন ট্রট। এ সময় কথা বলার এক পর্যায়ে তিনি বলেই ফেলেন, বাংলাদেশ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে।
ট্রট বলেন, ‘দেখুন বাংলাদেশ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে।’ এরপরই ট্রটের ভুল ধরিয়ে দেন সাংবাদিকরা। এরপর তিনি বলেন, ‘ওহ আচ্ছা, তারা ফাইনাল খেলেছে।’
তবে সাংবাদিকরা তার ভুল ধরিয়ে দেওয়ার পরও বিশ্বাস হচ্ছিলো না ট্রটের। তখনো তার মনে হচ্ছিলো ওয়ানডে ফরমেটে একবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। নিশ্চিত হওয়ার জন্য সঙ্গে সঙ্গে ফোন বের করে গুগলে চেক করেন তিনি। এরপর জানতে পারেন বাংলাদেশ এখনো শিরোপা জিতেনিম যা বেশ অবাক করেছে তাকে।
ট্রট বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশ ওয়ানডেতে এশিয়া কাপ জিতেছে। জিতেনি? আপনারা কি নিশ্চিত? একটু চেক করে নিই।’
এশিয়া কাপের চলতি আসর বাদে সবশেষ ১৬টির মধ্যে ১৫টি আসরের খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৩ বার ফাইনালে উঠেছে টাইগাররা। তবে সবগুলো ফাইনালেই শিরোপা হাতছাড়া করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ক্রিফোস্পোর্টস/১৫সেপ্টেম্বর২৫/বিটি
