Connect with us
ক্রিকেট

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক হলো তামিমের

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। ছবি- গুগল

বাংলাদেশ ও শ্রীলঙ্কার এশিয়া কাপের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে অভিষেক হয়েছে অনূর্ধ-১৯ বিশ্বকাপ জয়ী ব্যাটসম্যান তানজিদ হাসান তামিমের।

পাকিস্তানের সঙ্গে সহ-আয়োজক হিসেবে থাকা শ্রীলঙ্কার মাঠেই আজকের ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। ক্যান্ডির পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

টসে জিতে সাকিব বলেন, ‘উইকেট দেখে ভালো মনে হচ্ছে। আশা করছি ভালো সংগ্রহ দাঁড় করাতে পারবো। আমরা তিনজন পেসার ও তিনজন স্পিনার নিয়ে খেলছি।’

শ্রীলঙ্কার অধিনায়ক দাশুন শানাকা বলেন, ‘টস জিতলে আমিও ব্যাটিং নিতাম। তবে বৃষ্টির সম্ভাবনা আছে শুরুতে বোলিং পাওয়ায় খারাপ হয়নি। ফ্লাডলাইটের নিচে ব্যাটিং করায় সুবিধা পাবো আশা করছি।’

টাইগারদের আজকের একাদশে জায়গা হয়নি আফিফ হোসেন ও হাসান মাহমুদের। লিটন দাসের বিকল্প হিসেবে উড়ে যাওয়া এনামুল হক বিজয়ও ম্যাচটি দেখবেন ড্রেসিংরুমে বসে।

বহুল আলোচিত সাত নাম্বার পজিশনে খেলবেন মেহেদি মিরাজ ও আটে খেলবেন শেখ মাহেদি। দু’জনই স্পিন বোলিং অলরাউন্ডার।

বাংলাদেশ একাদশ:

নাঈম শেখ, তানজিদ তামিম, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদি মিরাজ, শেখ মাহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার একাদশ:

দিমুথ করুনারত্নে, পাথুন নিশাঙ্কা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথা আশালঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাশুন শানাকা, দুনিথ ওয়াল্লালাগে, মহেশ থিকসানা, কাসুন রাজিথা, মাথিসা পাথিরানা।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগের ড্র এবং বর্ষসেরা ফুটবলার ঘোষণা হবে আজ

ক্রিফোস্পোর্টস/৩১আগস্ট২৩/এমএইচ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট