
দাপুটে জয় দিয়ে নিউজিল্যান্ড সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ‘এ’ দল। এবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এসেও দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে নুরুল হাসান সোহানের দল। এতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।
আজ বুধবার (৭ মে) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ড ‘এ’ দলকে ৮৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে দুই সেঞ্চুরিতে ভর করে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৪৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৪৩.১ ওভারে ২৫৭ রান তুলে অলআউট হয়ে যায় সফরকারীরা।
এদিন বাংলাদেশের হয়ে সেঞ্চুরি তুলে নেন নুরুল হাসান সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কন। সোহান ১০১ বলে ১১২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ৭ চার ও ৭ ছক্কায় ইনিংসটি সাজান তিনি। অন্যদিকে মাহিদুল ১০৮ বলে করেন ১০৫ রান। তার ইনিংসে ৭ চার ও ৫ ছক্কার মার ছিল।
আরও পড়ুন:
» সোহান-অঙ্কনের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ল বাংলাদেশ
» অস্থিরতার জেরে বন্ধ হতে পারে আইপিএল!
এছাড়া মোহাম্মদ নাঈম শেখ ৪১ বলে ৪০, এনামুল হক বিজয় ৩৪ বলে ৩৯ এবং মোসাদ্দেক হোসেন সৈকত ১৩ রান করে অপরাজিত ছিলেন।
বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেছেন মোসাদ্দেক। সমান দুইটি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম, তানভীর ইসলাম ও শামীম হোসেন। এছাড়া একটি উইকেটের দেখা পেয়েছেন রেজাউর রহমান রাজা।
এদিকে নিউজিল্যান্ডের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৭৯ রানের ইনিংস খেলেন ডেল ফিলিপস। ৫৪ বলে ১৪ চার ও ২ ছক্কার মারে ইনিংসটি সাজান এই বিধ্বংসী ওপেনার। এছাড়া জশ ক্লার্কসন ৩৪, মিচেল হে ৩৮ এবং ক্রিস্টিয়ান ক্লার্ক ৩৯ রান করে অপরাজিত ছিলেন। বল হাতে দুইটি উইকেট শিকার করেন ক্রিস্টিয়ান ক্লার্ক। এছাড়া একটি করে উইকেট নেন জাক ফাউকস ও আদিত্য অশোক।
এই জয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আগামী শনিবার (১০) মে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ ‘এ’ দল: ৩৪৪/৫ (৫০ ওভার)
নিউজিল্যান্ড ‘এ’ দল: ২৫৭/১০ (৪৩.১ ওভার)
ফলাফল: বাংলাদেশ ‘এ’ দল ৮৭ রানে জয়ী
ক্রিফোস্পোর্টস/৭মে২৫/বিটি
