Connect with us
ক্রিকেট

১৪ ওভারে ম্যাচ জিতে আয়ারল্যান্ডকে সিরিজ হারাল বাংলাদেশ

Bangladesh beat Ireland in T20 series
আয়ারল্যান্ডকে তৃতীয় টি-টোয়েন্টিতে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। ছবি- সংগৃহীত

চট্টগ্রামে খেলা টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেই নিজেদের ব্যাটিং তাণ্ডব দেখিয়েছিল আয়ারল্যান্ড। ফলে প্রথম ম্যাচ জিতে সিরিজে বাংলাদেশকে শঙ্কায় ফেলেছিল দলটি। তবে এবার সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে এসে আর কোন প্রকার লড়াই করতে পারল না আইরিশরা। টাইগাররা ম্যাচ জিতল ৩২ বল হাতে রেখেই।

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাট করা সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। যেখানে মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের বোলিং নৈপুণ্যে মাত্র ১১৭ রানে গুটিয়ে যায় আইরিশদের ইনিংস। জবাব দিতে নেমে শুরুতে দুই উইকেট হারালেও ৮ উইকেটের সহজ জয় তুলে নেয় বাংলাদেশ।

এই নিয়ে এখন পর্যন্ত আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা তিন টি-টোয়েন্টি টুয়েন্টি সিরিজের প্রতিটিই নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এদিকে আইরিশদের এই সিরিজে খেলা হয়েছে দুটি টেস্ট ম্যাচ ও তিনটি টি-টোয়েন্টির ম্যাচের সিরিজ। যেখানে টেস্টে ২-০ ব্যবধানে জয় পায় টাইগাররা। এবার টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচ হারার পরেও ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ।



এদিন আয়ারল্যান্ডকে দেওয়া ১১৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ফিফটি হাঁকিয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। ৩৬ বলে ৩ ছক্কা ও ৪ চারে ৫৫ রান করে অপরাজিত থাকেন তিনি। এর আগে ফিল্ডিংয়ে একাই পাঁচ ক্যাচ ধরে বিশ্ব রেকর্ড গড়েছেন এই টাইগার ক্রিকেটার। একমাত্র টেস্ট খেলুড়ে কোনও ক্রিকেটার হিসেবে এই কীর্তি তার।

পারভেজ হোসেন ইমন চার নম্বরে ব্যাট করতে নেমে ২৬ বলে করেছেন ৩৩ রান। তিনিও হাঁকিয়েছেন ৩ ছক্কা ও ১ চার। এছাড়া সাইফ হাসান আউট হয়েছে ১৪ বলে ১৯ রান করে। আর লিটন দাসের ব্যাট থেকে এসেছিল ৭ বলে ৬ রান। 

এদিকে আগে ব্যাট করতে ১১৭ রান সংগ্রহ করতেই সবগুলো উইকেট হারিয়ে ফেলা আয়ারল্যান্ড। এদিন বলার মত ২৭ বলে ৩৮ রান করেছেন অধিনায়ক পল স্টার্লিং। বাকিরা ভালো করার চেষ্টা করলেও বেশীক্ষণ টিকে থাকতে পারেননি উইকেটে। মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন তুলেছেন প্রতিপক্ষের তিনটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোরকার্ড—

আয়ারল্যান্ড: ১১৭/১০ রান (১৯.৫ ওভার)

বাংলাদেশ: ১১৯/২ রান (১৩.৪ ওভার)

ক্রিফোস্পোর্টস/২ডিসেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট