
জয় দিয়ে আরব আমিরাত সিরিজ শুরু করল বাংলাদেশ। তবে স্বাগতিকদের হারাতে বেশ ঘাম ঝরাতে হয়েছে টাইগারদের। বড় লক্ষ্য তাড়া করতে নেমেও বেশ ভালোভাবেই ম্যাচের নিয়ন্ত্রণে ছিল স্বাগতিকরা। তবে শেষদিকে পেসারদের দুর্দান্ত বোলিংয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।
শনিবার (১৭ মে) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আরব আমিরাতকে ২৭ রানে হারিয়েছে বাংলাদেশ। শারজায় টস হেরে ব্যাট করতে নেমে ইমনের সেঞ্চুরিতে ভর করে ১৯১ রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৪ রান তুলতে সক্ষম হয় স্বাগতিকরা।
এদিন রানতাড়ায় নেমে দুই ওপেনারের কল্যাণে ঝোড়ো শুরু পায় বাংলাদেশ। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ৪০ রানের মাথায় মোহাম্মদ জোহাইবকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন হাসান মাহমুদ। ৯ বলে ৯ রান করে ফেরেন এই ওপেনার। এর পরের ওভারেই আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। নতুন ব্যাটার হিসেবে মাঠে আসা আলিশান শারাফুকে ১ রানে ফেরান এই পেসার।
পরপর দুই উইকেট হারানোর পর মোহাম্মদ ওয়াসিম ও রাহুল চোপড়া জুটিতে বিপত্তি সামাল দেয় আরব আমিরাত। এই জুটিতে ভর করে ১১তম ওভারে শতরান পেরোয় স্বাগতিকরা। তবে দলীয় ১০৩ রানের মাথায় ওয়াসিমকে ফিরিয়ে বিপজ্জনক এই জুটি ভাঙেন সাকিব। ৩৯ বলে ৫৪ রানের ইনিংস খেলে ফিরে যান দলটির অধিনায়ক।
আরও পড়ুন:
» আরব আমিরাতের বিপক্ষে পারভেজ ইমনের সেঞ্চুরি
» আগামীকাল সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ
দলীয় ১৩১ রানের মাথায় কাটা পড়েন রাহুল। সাকিবের শিকার হয়ে সাজঘরে ফেরার আগে ২২ বলে ৩৫ রান করেন এই ব্যাটার। এরপর নতুন ব্যাটার ধ্রুব পারাসারও বেশিক্ষণ টিকতে পারেননি। স্পিনার তানভীর ইসলামের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন এই ব্যাটার।
শেষ পাঁচ ওভারে আরব আমিরাতের জয়ের জন্য প্রয়োজন ছিল ৫৩ রান। তবে শেষদিকে আরও কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা। শেষ দুই ওভারে দলের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৫ রান। তবে হাসানের প্রথম বলে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান আরত আমিরাতের শেষ ভরসা আসিফ খান। ২১ বলে ৪২ রান করেন এই ব্যাটার।
শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ১৬৪ রানে থাকে আরব আমিরাতের ইনিংস। বাংলাদেশের হয়ে চার ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন হাসান মাহমুদ। মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ১৭ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। এছাড়া তানজিম সাকিব ২২ রান দিয়ে ২টি এবং শেখ মেহেদি ৫৫ রান দিয়ে ২টি উইকেট নেন।
এর আগে ব্যাটিংয়ে নেমে মারকুটে শুরুর আভাস দিয়েও দ্বিতীয় ওভারের আউট হয়ে যান তানজিদ তামিম (১০)। এরপর একপ্রান্ত আগলে রানের গতি বাড়াতে থাকেন ইমন। অন্যপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারায় সফরকারীরা। শেষ পর্যন্ত ইমনের সেঞ্চুরিতে ভর করে ১৯১ রানে থাকে বাংলাদেশের ইনিংস। ইমন ৫৪ বলে ৫ চার ও ৯ ছক্কার মারে ১০০ রান করেন।
এছাড়া তাওহীদ হৃদয় ২০, জাকের আলী ১৩ এবং লিটন দাস ১১ রান করেন। বাকিরা কেউই দুই অঙ্কের ঘর ছুতে পারেননি। আরব আমিরাতের পক্ষে মোহাম্মদ জাওয়াদউল্লাহ ৪ ওভারে মাত্র ২১ রান খরচায় ৪টি উইকেট নেন। এছাড়া ধ্রুব পারাসার, মতিউল্লাহ খান ও জোহাইব জুবায়ের সমান একটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ: ১৯১/৭ (২০ ওভার)
আরব আমিরাত: ১৬৪/১০ (২০ ওভার)
ফলাফল: বাংলাদেশ ২৭ রানে জয়ী
ক্রিফোস্পোর্টস/১৮মে২৫/বিটি
