
এশিয়ান কাপ বাছাই পর্বের আগে দুবাইয়ে দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। যেখানে প্রতিপক্ষ ছিল আরব আমিরাত। প্রথম ম্যাচে সিরিয়াকে হারানো বাংলাদেশ আরব আমিরাতের বিপক্ষে ৩-০ তে সহজ জয় তুলে নেয়।
এশিয়ান কাপ বাছাইয়ের আগে এমন ম্যাচ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। বৃহস্পতিবার রাতে দুবাইয়ের মাঠে আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
খেলার প্রথমার্ধেই দুটি এবং বিরতির পর একটি গোল করে মোট ৩-০ ব্যবধানে জয় লাভ করে সাইফুল বারী টিটুর দল। যেখানে বাংলাদেশ প্রথম প্রীতি ম্যাচে ২-০ গোলে সিরিয়াকে হারিয়েছিল।
বাংলাদেশের হয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জোড়া গোল করেছেন সুরভী আকন্দ প্রীতি। অন্য আরেকটি গোল করেছে আলপি আক্তার। অবশ্য সিরিয়ার বিপক্ষেও দুটি গোলই করেছিলেন আলপি। গত ম্যাচের দুর্দান্ত ফর্ম তিনি আরব আমিরাতের ম্যাচেও অব্যাহত রেখেছেন।
এদিকে এএফসি নারী অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে বাংলাদেশ শুক্রবার দুপুরে আরব আমিরাত থেকে জর্ডানের উদ্দেশ্যে রওনা দিবে। বাছাই পর্বে বাংলাদেশ দুটি ম্যাচ খেলবে চাইনিজ তাইপে ও স্বাগতিক দল জর্ডানের বিপক্ষে। সেখান থেকে গ্রুপ চ্যাম্পিয়ন দল আগামী বছর চীনে অনুষ্ঠিত্য অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে খেলার সুযোগ পাবে। ভক্তদের প্রত্যাশা বাংলাদেশ দল সেখান থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই এশিয়ান কাপে জায়গা করে নেবে।
উল্লেখ্য, বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় নারী ফুটবল দল এএফসি অনূর্ধ্ব-১৭ মহিলা চ্যাম্পিয়নশিপ এবং ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা চ্যাম্পিয়নশিপ ফুটবলে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করে। দলটি ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত হওয়া ২০১৭ এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করে। ২০১৯ সালেও তারা থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করে। এভাবেই ফুটবলে বাংলাদেশের নারীদের জয়জয়কার চলছে। এভাবে চলতে থাকলে বাংলাদেশ ফুটবলের যেই হারানো ঐতিহ্য সেটা ফিরিয়ে আনতে খুব বেশি সময় লাগবে না।
ক্রিফোস্পোর্টস/১০অক্টোবর২৫/টিএ
