
এক বুক আশা নিয়ে ছিল অধীর অপেক্ষা। স্বপ্ন পূরণে যেন এক পা দিয়েই রেখেছিল বাংলাদেশ। কিন্তু শেষার্ধে এলোমেলো হয়ে গেল আফিদা খন্দকাররা। আর তাতেই অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূলপর্বে খেলার স্বপ্ন ভাঙলো। বাছাইপর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে হেরেছে ৬-১ গোলের বিশাল ব্যবধানে।
যেখানে কোরিয়ার বিরুদ্ধে ড্র হলেই মিলত থাইল্যান্ডের টিকিট। সেখানে প্রথমার্ধে ১-১ স্কোরলাইনে এগিয়েও ছিল সাগরিকারা। কিন্তু ভিয়েনতিয়েনের নিও লাও স্টেডিয়ামে কী থেকে কী হয়ে গেল বোঝা গেল না। বুঝে ওঠার আগেই ভেঙে গেল রক্ষণভাগ।
ম্যাচ শুরুর ১৫ মিনিটে শান্তি মার্ডির বাড়ানো ক্রসে তৃষ্ণার নিখুঁত শটে এগিয়ে যায় পিটার বাটলারের শিষ্যরা। কিন্তু এগিয়ে থাকার আনন্দ বেশিক্ষণ টেকেনি। ১৯ মিনিটে লি হায়ুনের গোলে সমতায় ফেরে কোরিয়া। এরপর গোলরক্ষক স্বর্ণা রানীর একাধিক দারুণ সেভে প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।
বিরতি শেষে মাঠে ফিরেই একদম এলোমেলো হয়ে যায় লাল-সবুজের সেনানীরা। কোরিয়ার একের পর এক গতিশীল আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ। একে একে আরও পাঁচ গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায়। র্যাঙ্কিংয়ে ৮৩ ধাপ পিছিয়ে থেকেও প্রথমার্ধে দুর্দান্ত লড়াই করেও, শেষার্ধে আর পেরে উঠলো না। ফিরতে হচ্ছে দুই জয়ের পয়েন্টে গ্রুপ রানার্সআপ হয়েই।
ক্রিফোস্পোর্টস/১০আগস্ট২৫/এনজি
