
বাংলাদেশ নারী দল আজ পর্যন্ত কখনো সুযোগ পায়নি এশিয়ান কাপের মূল পর্বে খেলার। ২০১৪ এবং ২০২২ মৌসুমে বাছাইপর্ব খেললেও বাজেভাবে পরাজিত হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে টানা দুবার সাফ চ্যাম্পিয়ন হয়ে এবার ২০২৬ এশিয়ান কাপ বাছাইয়ের জন্য বেশ আত্মবিশ্বাসী বাংলার বাঘিনীরা।
আগামী মাস অর্থাৎ জুনেই শুরু হবে এবারের এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের আসর। ৩৪ দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট আটটি গ্রুপে বিভক্ত হয়ে চলবে খেলা। আগামী ২৩ জুন থেকে ৫ জুলাই বাছাই পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। আট গ্রুপের চ্যাম্পিয়ন দল নিয়ে আগামী বছর ১-২৬ মার্চ অনুষ্ঠিত হবে এশিয়ান কাপের মূল আসর।
এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ রয়েছে ‘সি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে স্বাগতিক মিয়ানমার, তুর্কমিনিস্তান ও বাহারাইন। এই গ্রুপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৯ জুন থেকে ৫ জুলাই। উদ্বোধনী দিনেই গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বাহারাইনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।
আরও পড়ুন:
» নারী বিশ্বকাপে ফিফার বড় ঘোষণা, সুযোগ বাড়বে বাংলাদেশের
» দক্ষিণ আফ্রিকার কোচ হলেন তিনি, কে এই কনরাড?
এরপর ২ জুলাই তুর্কমিনিস্তানের বিপক্ষে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। আর গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ৫ জুলাই কঠিন প্রতিপক্ষ মিয়ানমারের মুখোমুখি হবে বাংলাদেশ দল। এই গ্রুপে বাংলাদেশকে বিপদে ফেলতে পারে স্বাভাবিকরাই। নারীদের ফিফা রেঙ্কিংয়ে বর্তমানে মিয়ানমারের অবস্থান ৫৫তম; যেখানে বাংলাদেশের ১৩৩।
এক নজরে বাংলাদেশ ম্যাচের সূচি :
তারিখ | দল |
২৯ জুন | বাংলাদেশ বনাম বাহারাইন |
২ জুলাই | বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান |
৫ জুলাই | বাংলাদেশ বনাম মিয়ানমার |
ক্রিফোস্পোর্টস/১০মে২৫/এফএএস
