নারী ওয়ানডে বিশ্বকাপে শেষ ম্যাচে বৃষ্টিই রক্ষা করল বাংলাদেশকে। মুম্বাইয়ে বৃষ্টির কারণে ম্যাচ ভেসে যাওয়ায় ভারতের বিপক্ষে প্রায় নিশ্চিত হার এড়াল নিগার সুলতানার দল। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশ ১ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করল পয়েন্ট টেবিলের সপ্তম স্থান থেকে।
পুরো বিশ্বকাপে একমাত্র বাংলাদেশই ছিল যাদের কোনো ম্যাচ বৃষ্টিতে বাধাগ্রস্ত হয়নি। কিন্তু শেষ ম্যাচে এসে সেই সৌভাগ্য আর থাকল না। তবে এবার এই বৃষ্টি বরং আশীর্বাদই হয়ে এল। নিশ্চিত হারা ম্যাচে বৃষ্টি এসে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশ ১ পয়েন্ট পেয়ে টুর্নামেন্ট শেষ করেছে। যার ফলে পাকিস্তানের চেয়ে একধাপ এগিয়ে সপ্তম স্থান থেকে এবারের বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশ।
আজকের ম্যাচটি শুরু হয় ৪৩ ওভারে, পরে বৃষ্টির কারণে কমে ২৭ ওভারে নামানো হয়। ব্যাট হাতে শুরু থেকেই বিপদে পড়ে বাংলাদেশ। প্রথম থেকেই ভারতের বোলারদের দাপটে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দল। শেষ পর্যন্ত ২৭ ওভারে ৯ উইকেটে ১১৯ রান সংগ্রহ করে বাংলাদেশ।
দলের পক্ষে শারমিন আক্তার সর্বোচ্চ ৩৬ রান করেন। সোবহানা মোস্তারি করেন ২৬, আর রিতু মনি ১১ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের ইনিংসে একমাত্র ছক্কাটিও আসে রিতুর ব্যাট থেকে। ভারতের হয়ে বাঁহাতি স্পিনার রাধা যাদব ৩টি উইকেট নেন, চরণি দুইটি এবং বাকিরা নেন একটি করে উইকেট ।
ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ভারতের লক্ষ্য দাঁড়ায় ১২৬ রান। ব্যাট করতে নেমে দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও আমানজোত কৌর দারুণ শুরু করেন। তারা ৮.৪ ওভারে বিনা উইকেটে ৫৭ রান তুলে ফেলেন। এর পরই আবার বৃষ্টি নেমে আসে, আর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
এই ড্রয়ের ফলে বাংলাদেশ টুর্নামেন্টে মোট ৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করেছে। পাকিস্তানেরও সমান ৩ পয়েন্ট থাকলেও নেট রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলে বাংলাদেশ তাদের চেয়ে এক ধাপ উপরে অবস্থান করছে।
২০২২ সালের প্রথম নারী ওয়ানডে বিশ্বকাপেও সপ্তম হয়েছিল বাংলাদেশ দল। সেই জায়গাতেই থেকে গেল তারা, তবে শেষ ম্যাচে অন্তত হার এড়াতে পেরে কিছুটা স্বস্তি নিয়েই দেশে ফিরতে পারবে।
সংক্ষিপ্ত স্কোরবোর্ড:
বাংলাদেশ: ২৭ ওভারে ১১৯/৯ (শারমিন ৩৬, মোস্তারি ২৬, রুবাইয়া ১৩, রিতু ১১; রাধা ৩/৩০, চরণি ২/২৩, আমানজোত ১/১৮, রেনুকা ১/২৩, দীপ্তি ১/২৪)। ভারত: ৮.৪ ওভারে ৫৭/০ (মান্ধানা ৩৪*, আমানজোত ১৫*; রিতু ০/৫, রাবেয়া ০/৭)।
ফল: ম্যাচ পরিত্যক্ত।
ক্রিফোস্পোর্টস/২৭অক্টোবর২৫/টিএ