
নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ে কাল শেষ ম্যাচ বাংলাদেশ। প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। ভিয়েনতিয়েনের নিও লাও স্টেডিয়ামে বিকাল তিনটায় মাঠে গড়াবে এইচ গ্রুপে’র এই ম্যাচটি। এই ম্যাচে অন্তত এক পয়েন্ট পেলেই ইতিহাস গড়বে বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যোগ্যতা অর্জন করবে টুর্নামেন্টের চুড়ান্ত পর্বে খেলার। তবে বাছাইপর্বের শেষটাতেও জয়ের ধারা বজায় রাখার আশা বাটলারের দলের।
বাছাই পর্বে দুই ম্যাচেই দারুণ জয় পায় বাংলাদেশ। প্রথম ম্যাচে হারায় স্বাগতিক লাওসকে। পরের ম্যাচে গোলবন্যায় ভাসায় তিমুর লিস্তেকে। হ্যাটট্রিক করেন তৃষ্ণা। উজ্জীবিত পিটার বাটলারের শিষ্যরা। চার দলের এইচ গ্রুপে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। সমান পয়েন্ট নিয়েও গোল পার্থক্যে পিছিয়ে থাকায় দ্বিতীয়তে গ্রুপের শক্তিশালী দল দক্ষিণ কোরিয়া।
গ্রুপ রানার্সআপ নিশ্চিত আফঈদাদের। গ্রুপ সেরা হওয়ার লক্ষ্যে শেষ ম্যাচে লড়তে হবে অনুর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে দু’বারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। চ্যালেঞ্জটা কঠিন। তবে অগ্নিকন্যাদের দুরন্ত নৈপুন্য দেখাচ্ছে আশার আলো। ঘরের মাঠে সাফ অনুর্ধ্ব-২০ নারী ফুটবলে শিরোপা জয়ী বাংলাদেশ এখন পর্যন্ত টানা আট ম্যাচে অপরাজিত।
এই দলে খেলছে জাতীয় দলের নয় ফুটবলার। মিয়ানমারে নারী এশিয়ান কাপ বাছাইয়েও অজেয় থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয় জাতীয় দল। সেই হিসেবে টানা ১১ ম্যাচে অপ্রতিরোধ্য আফঈদারা।
গ্রুপে দুই ম্যাচে ১১ গোল বাংলাদেশের, ১০ গোল দক্ষিণ কোরিয়ার। তাই পয়েন্ট টেবিলে শীর্ষে থাকায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচটি ড্র হলেও গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। সেরা সাফল্যের গৌরব অর্জন করবে লাল-সবুজের মেয়েরা। সিনিয়র দলের পর বয়সভিত্তিক পর্যায়েও বাংলাদেশ যোগ্যতা অর্জন করবে নারী এশিয়ান কাপে খেলার।
এ ম্যাচে হেরে গেলেও থাকবে সুযোগ সেরা তিন রানার্সআপ হওয়ার। বাছাই পর্বের আট গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা তিন রানার্সআপ দল খেলবে চুড়ান্ত পর্বে। আগামী বছর ১ থেকে ১৮ এপ্রিল থাইল্যান্ডে হবে এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ চ্যাম্পিয়নশিপ। লড়বে ১২টি দল। সেরা চার দল খেলবে পোল্যান্ডে অনুর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ ফুটবলে।
ক্রিফোস্পোর্টস/৯আগস্ট২৫/এনজি
