Connect with us
ফুটবল

ফিফা র‌্যাঙ্কিংয়ে বিশাল সুখবর পেলো বাংলাদেশ নারী দল

বাংলাদেশ নারী ফুটবল দলের উল্লাস। ছবি- বাফুফে

বাংলাদেশের ফুটবলে সুদিনের আশা দেখাচ্ছেন নারীরা। দক্ষিণ এশিয়ার সেরা হওয়ার পাশাপাশি এএফসি কাপেও জায়গা করে নিয়েছে মনিকা-আফিদারা। তার সেই স্বীকৃতিও মিললো ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা থেকে। ফিফার হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে বিশাল সুখবর পেলো বাংলাদেশ নারী দল।

গত মাসে মিয়ানমারে এএফসি এশিয়ান কাপ বাছাই ও ২০২৭ এর বিশ্বকাপের প্রাথমিক বাছাইয়ে চোখ ধাঁধানো পারফরম্যান্স করেছে পিটার বাটলারের শিষ্যরা। তিন ম্যাচে তুর্কমেনিস্তান, মিয়ানমার ও বাহরাইনকে উড়িয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের চূড়ান্তপর্বে জায়গা করে বাংলাদেশ। আর এতেই মিললো সুখবর।

গত জুলাইয়ের পারফরম্যান্সের উপর ভিত্তি করে আগস্টে প্রকাশিত নারী দলের ফিফা র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি করা দলের নাম বাংলাদেশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) ফিফার হালনাগাদকৃত নারী দলের র‌্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়ে ১০৪ নম্বরে উঠেছে বাংলাদেশ নারী ফুটবল দল।



হালনাগাদ করা র‌্যাঙ্কিংয়ে দেখা গেছে এই সময়ে সবচেয়ে বেশি ৮০.৫১ পয়েন্ট অর্জন করে তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। এর আগে ১২৮ নম্বরে ছিল বাংলাদেশ। বাংলাদেশের আগের পয়েন্ট ছিল ১০৯৯.৮৭। আর ৮০.৫১ যুক্ত হওয়ায় বর্তমান পয়েন্ট দাঁড়িয়েছে ১১৭৯.৮৭।

ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেও এসেছে রদবদল। যুক্তরাষ্ট্রকে দুইয়ে নামিয়ে শীর্ষে উঠেছে স্পেনের মেয়েরা। তিন ধাপ এগিয়ে ছয় থেকে তিনে উঠে এসেছে সুইডেন। একধাপ এগিয়ে চারে ইংল্যান্ড। দুই ধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছে জার্মানি।

চার ধাপ এগিয়ে দশ থেকে ছয়ে উঠে এসেছেন ফ্রান্সের নারীরা। অন্যদিকে তিন ধাপ অবনতি হয়ে চার থেকে সাতে নেমে গেছে ব্রাজিল। যদিও তারা কোপা আমেরিকা জিতেছে, কিন্তু সেটাও কাজে আসেনি। লাতিন আমেরিকার আরেক দল আর্জেন্টিনা আছে ত্রিশ নম্বরে।

ক্রিফোস্পোর্টস/৭আগস্ট২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল