
আগামী বছর এশিয়ার শীর্ষ প্রতিযোগিতায় খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে বাঘিনীরা। এশিয়ার শীর্ষ মঞ্চে লড়াইয়ে নামার আগে নিজেদের প্রস্তুত করতে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে বেশকিছু প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে বাংলাদেশ। তারই অংশ হিসেবে থাইল্যান্ডের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজের দল।
আগামী অক্টোবরে থাইল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। সব ঠিক থাকলে আগামী ২৫ ও ২৮ অক্টোবর মাঠে গড়াবে ম্যাচ দুটো।
এর পাশাপাশি নভেম্বরে ঘরের মাঠে ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে বাফুফের। এ প্রসঙ্গে কিরণ বলেন, ‘অক্টোবর উইন্ডোতে আমরা থাইল্যান্ডে দু’টি ম্যাচ খেলব। এই সফর চূড়ান্ত হয়েছে। নভেম্বর উইন্ডোতে আমরা ঢাকায় ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করছি। এজন্য ভিয়েতনামসহ অন্য দলগুলোকে চিঠিও দেওয়া হয়েছে।’
থাইল্যান্ড সফর শেষে জাপান যাবে বাংলাদেশ দল। তবে সেখানে কোনো ম্যাচ হবে, ‘অক্টোবরে থাইল্যান্ডে দুই ম্যাচ খেলে জাপান যাবে মেয়েরা। সেখানে আমরা কোনো ম্যাচ খেলব না। সেখানে কয়েক সপ্তাহের অনুশীলন হবে।’
এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়া যাওয়ার পথে সিঙ্গাপুর-হংকং-মালয়েশিয়া কিংবা নিউজিল্যান্ডের সঙ্গেও ম্যাচ খেলতে পারে বাংলাদেশ। জাতীয় দলের পাশাপাশি অনূর্ধ্ব-২০ দলের মেয়েরাও এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে। আগামী বছর থাইল্যান্ডে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে খেলবে দলটি। তাই জাতীয় দলের ফুটবলারদের অনুশীলন এবং ম্যাচগুলোতে অনূর্ধ্ব-২০ দলের ফুটবলাররাও থাকবেন বলে জানিয়েছেন কিরণ।
আগামী বছরের ১ থেকে ২১ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে নারী এশিয়ান কাপ। এরপর এপ্রিলের ১ থেকে ১৮ তারিখ পর্যন্ত থাইল্যান্ডে চলবে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের আসর।
ক্রিফোস্পোর্টস/২৬আগস্ট২৫/বিটি
