সম্প্রতি নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আর তাতেই ফিফা থেকে মিলল সুখবর। নারী ফুটবল দলের হালনাগাদ র্যাঙ্কিংয়ে বড় উন্নতির মুখ দেখেছে বাঘিনীরা।
আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) নারী ফুটবলের হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যেখানে দক্ষিণ এশিয়ার বর্তমান চ্যাম্পিয়নরা ১৩৯ নম্বর ৭ ধাপ এগিয়ে ১৩২ নম্বরে উঠে এসেছে। বর্তমানে বাঘিনীদের রেটিং পয়েন্ট ১০৯৭.৫৫।
২০২২ সালের আগস্টে বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসে সর্বনিম্ন র্যাঙ্কিংয়ে নেমে যায় দলটি। যেটি ছিল ১৪৭। তবে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় সাবিনারা। ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত ১৪০ এ অবস্থান ছিল বাংলাদেশের। এরপর চলতি বছরের আগস্টে একধাপ এগিয়ে ১৩৯ নম্বরে উঠে আসে তারা। আর সাফ শিরোপা জয়ের পর বড় উন্নতির মুখ দেখল সাবিনা খাতুনের দল।
আরও পড়ুন:
» অভিষেক ম্যাচে বাংলাদেশকে কাঁদানো কে এই আমির জাঙ্গু?
» টানা চার ফিফটিতে উড়ন্ত মাহমুদউল্লাহ গড়লেন ছক্কার নতুন রেকর্ড
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারী দলের সর্বোচ্চ র্যাঙ্কিং ১০০। ২০১৩ সালে এবং ২০১৭ এই স্থান অর্জন করেছিল দুইবারের সাফজয়ীরা। তবে বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ১০৯৭.৫৫, যা দলটির এখন পর্যন্ত সর্বোচ্চ রেটিং পয়েন্ট।
এদিকে, র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে আসেনি কোনো পরিবর্তন। বরাবরের মতোই শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের মেয়েরা। তাদের রেটিং পয়েন্ট ২০৮৮। তবে দুইয়ে থাকা ইংল্যান্ড দুই ধাপ পিছিয়ে চারব নেমে গেছে। আর একধাপ করে এগিয়ে দুই ও তিনে অবস্থান করছে যথাক্রমে স্পেন ও জার্মানির মেয়েরা।
এবারের র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি ৮ধাপ এগিয়েছে এস্তোনিয়া। বর্তমানে তাদের অবস্থান ৯৯ নম্বরে। আর সবচেয়ে বেশি ১৬ ধাপ পিছিয়েছে লাওস। সর্বোচ্চ ৩৪.৮৬ পয়েন্ট হারিয়ে বর্তমানে তাদের অবস্থান ১০৮ নম্বরে। এছাড়া প্রথমবারের মতো ফিফা নারী দলের র্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছে জিব্রাল্টার। বর্তমানে তাদের অবস্থান ১৮৫তম।
ক্রিফোস্পোর্টস/১৩ডিসেম্বর২৪/বিটি
More in ফুটবল
-
মাঠে ফিরেই নজির সালাহর, ভাঙলেন রুনির রেকর্ড
নাটকীয় পর্ব শেষে লিভারপুলের জার্সিতে মাঠে ফিরেই নজির গড়লেন মোহাম্মদ সালাহ। প্রিমিয়ার লিগে ব্রাইটনের...
-
রাফিনিয়ার জোড়া গোলে বার্সেলোনার দুর্দান্ত জয়
ক্যাম্প নউয়ে পুরো ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলেও বিরতির আগে গোলের দেখা পায়নি বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে...
-
ইংলিশ চ্যাম্পিয়নশিপে অষ্টম জয় পেল হামজারা
ইংলিশ চ্যাম্পিয়নশিপে জয়ে ফিরল হামজা চৌধুরীদের লেস্টার সিটি। আগের ম্যাচে ব্রিস্টল সিটির বিপক্ষে আগে...
-
সাবিনা-সুমাইয়াদের নিয়ে সাফ ফুটসালের দল ঘোষণা করল বাফুফে
অবশেষে বাংলাদেশের জার্সিতে ফিরছেন সাবিনা আক্তার-সুমাইয়া মাতসুশিমারা। জাতীয় নারী ফুটবল দলের কোচ পিটার বাটলারের...
-
মেসি ও তার ভক্তদের কাছে ক্ষমা চাইলেন মমতা
দীর্ঘ ১৪ বছর পর আবার ভারতে এসেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তিন দিনের সফরে...
-
কলকাতায় মেসিকে ঘিরে বিশৃঙ্খলা, সমর্থকদের চেয়ার ও বোতল নিক্ষেপ
লিওনেল মেসিকে ঘিরে বিপুল আগ্রহ থাকলেও কলকাতায় তাঁর বহুল আলোচিত ‘গোট ট্যুর’-এর অনুষ্ঠান শেষ...
-
১৪ বছর পর ভারতের মাটিতে পা রাখলেন মেসি
দীর্ঘ ১৪ বছর পর আবার ভারতের মাটিতে পা রাখলেন লিওনেল মেসি। শনিবার গভীর রাতে...
-
অবশেষে লিভারপুল স্কোয়াডে মোহাম্মদ সালাহ
দীর্ঘ কয়েক সপ্তাহের অনিশ্চয়তার পর লিভারপুলের ম্যাচ স্কোয়াডে ফিরছেন মোহাম্মদ সালাহ। ইংলিশ প্রিমিয়ার লিগে...

