Connect with us
ফুটবল

বড় অঙ্কের আর্থিক পুরস্কার পাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল

Bangladesh women's football team is receiving a huge financial reward
বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশের নারী ফুটবল দল। এই অভাবনীয় সাফল্যের পর থেকেই দেশজুড়ে চলছে উৎসবের আমেজ। আর এই ঐতিহাসিক অর্জনের স্বীকৃতিস্বরূপ ঘোষণা করা হলো ৫০ লাখ টাকার বিশাল আর্থিক পুরস্কার!

সোমবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই আর্থিক পুরস্কারের ঘোষণা দেন।

এর আগে গত বছরের অক্টোবরে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হওয়ার পরও তিনি নারী ফুটবলারদের এক কোটি টাকা পুরস্কার দিয়েছিলেন।

আরও পড়ুন:

» বাংলাদেশ সফরের আগে দুঃসংবাদ পেল পাকিস্তান

» বাংলাদেশের দাবা অঙ্গনে সর্বকনিষ্ঠ ক্যান্ডিডেট মাস্টার ওয়ারিসা

মিয়ানমারে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের মেয়েরা রীতিমতো অপ্রতিরোধ্য ছিল। তাদের এই জয়যাত্রা শুরু হয় র‌্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে উড়িয়ে দিয়ে। এরপর ৭৩ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী স্বাগতিক মায়ানমারকেও ২-১ গোলে পরাজিত করে ঋতুপর্ণা চাকমাদের দল। সবশেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে বিধ্বস্ত করে তারা নিজেদের দাপট প্রমাণ করে।

বাছাইপর্বের তিনটি ম্যাচে বাংলাদেশ মোট ১৬টি গোল করেছে এবং হজম করেছে মাত্র একটি। এই পরিসংখ্যানই বলে দেয়, বাংলাদেশের নারী ফুটবলাররা কতটা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে এশিয়ান কাপের মূল পর্বে নিজেদের স্থান নিশ্চিত করেছে।

ক্রিফোস্পোর্টস/৭জুলাই২৫/এসএইচএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল