Connect with us
ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করল বাংলাদেশের নারীরা

বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

টানা পাঁচ জয়ের দাপট আর পয়েন্ট টেবিলের সমীকরণ- সব মিলিয়ে সুপার সিক্সের দুম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাছাই পর্বে অদম্য টাইগ্রেসরা মাঠের লড়াইয়ে নিজেদের প্রমাণ করে আগেই এক পা দিয়ে রেখেছিল মূল পর্বে, আর আজ নেদারল্যান্ডসের জয়ে তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়েছে।

আজ নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নেদারল্যান্ডসের জয় বাংলাদেশের পথ পরিষ্কার করে দেয়। টস হেরে আগে ব্যাটিং করতে নেমে যুক্তরাষ্ট্র ৭ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে। রান তাড়া করতে নেমে নেদারল্যান্ডস ১২ ওভারে ২ উইকেটে ৯০ রান করার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ডাকওয়ার্থ-লুইস (ডিএল) মেথডে ২১ রানে জয়ী ঘোষিত হয় নেদারল্যান্ডস।

এই জয়ে নেদারল্যান্ডসের পয়েন্ট দাঁড়ায় ৬। সমান পয়েন্ট থাকায় এবং রান রেটে এগিয়ে থাকায় সুপার সিক্সের বাকি ম্যাচগুলো কেবল আনুষ্ঠানিকতায় রূপ নিয়েছে বাংলাদেশের জন্য। নেদারল্যান্ডসের সাথে সাথে বাংলাদেশও জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট হাতে পেল।



বিশ্বকাপের দৌড়ে বাকি যারা বাছাই পর্বের লড়াই থেকে ইতোমধ্যেই ছিটকে গেছে যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ড। এখন মূল পর্বের বাকি দুটি স্থানের জন্য লড়াইয়ে এগিয়ে আছে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড।

ক্রিফোস্পোর্টস/২৮জানুয়ারি২৬/এনজি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট