
সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি খেলতে নেমেছিলেন সাইফ হাসান। দীর্ঘ বিরতির পর আবারও লাল-সবুজের জার্সি উঠেছে সাইফের গায়ে। সিলেটে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের একাদশে আছেন এই ব্যাাটার।
শনিবার সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।এই সময়ে ভারতের বিপক্ষে সিরিজ খেলার কথা ছিল টাইগারদের। কিন্তু ভারত স্থগিত করায় নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলছে বিসিবি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হয়েছে।
সর্বশেষ টি–টোয়েন্টি থেকে একাদশে ৫টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। জায়গা হারিয়েছেন মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদ। একাদশে ফিরেছেন পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, লিটন দাস, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও’ডাউড, ভিক্রমজিত সিং, আনিল তেজা নিদামিনুরু, স্কট এডওয়ার্ডস, শাহরিজ আহমেদ, নাওচ ক্রস, কাইল কেলিন, টিম প্রিঞ্জল, আরিয়ান দত্ত, পল ফন মিকারেন, ড্যানিয়েল ডোরাম।
ক্রিফোস্পোর্টস/৩০আগস্ট২৫/এনজি
