Connect with us
ফুটবল

নেপালকে হারিয়ে সাফের শিরোপা জিতল বাংলাদেশ

Bangladesh wins SAFF title by defeating Nepal
২০২৫ অনূর্ধ্ব-২০ নারী সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ। ছবি- বাফুফে

অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের অঘোষিত ফাইনালে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। সোমবার (২১ জুলাই) টুর্নামেন্টের শীর্ষস্থান দখলের লড়াইয়ে নিজেদের শেষ ম্যাচে নেপালকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছ আফঈদা-সাগরিকারা। এতে পয়েন্ট টেবিলের শীর্ষ দল হিসেবে শিরোপা নিশ্চিত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। এ নিয়ে পঞ্চমবার সাফের বয়সভিত্তিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

লিগ পর্বের পাঁচ ম্যাচ শেষে টেবিলের দুইয়ে থাকা নেপালের চেয়ে এক জয় বেশি নিয়ে ৩ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। তাই লিগ পর্বের শেষ ম্যাচটি রূপ নেয় অঘোষিত ফাইনালে।

৩ পয়েন্ট এগিয়ে থাকায় এই ম্যাচে স্বাগতিকদের সামনে ছিল সহজ সমীকরণ। শেষ ম্যাচে নেপালের বিপক্ষে জয় অথবা করলেই শিরোপা নিশ্চিত হতো বাঘিনীদের। কিন্তু হেরে গেলে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শিরোপা নিশ্চিত হতো নেপালের। তবে বাংলাদেশ বেশ সহজেই ৪-০ গোলের জয় তুলে নিয়ে শিরোপা নিশ্চিত করেছে।

আরও পড়ুন:

» একজন বাবা হিসেবে এই যন্ত্রণা আমি গভীরভাবে অনুভব করছি : সাকিব

» মাইলস্টোনের ঘটনায় দুঃখ পেয়েছেন পাকিস্তানি পেসার শাহীন আফ্রিদি 

এদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় বল পায়ে জাদু দেখান মোসাম্মত সাগরিকা। তিন ম্যাচের ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেই হ্যাটট্রিক করেছেন। একাই চারটি গোল করেছেন এই তারকা ফরোয়ার্ড।

ম্যাচের প্রথম গোলটি আসে অষ্টম মিনিটে। মাঝমাঠ থেকে স্বপ্নার দেওয়া থ্রু বল নেপালের ডিফেন্ডারদের পেছনে ফেলে নিয়ন্ত্রণ নেন সাগরিকা। এরপর নেপালের গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়ান এই ফরোয়ার্ড। প্রথমার্ধের বাকি সময়ে আরো বেশি কয়েকটি সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। তবে গোল না পেয়ে ১-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

Sagorika vs Nepal

পুরো ম্যাচজুড়ে প্রতিপক্ষকে বেশ চাপে রাখেন সাগরিকা। ছবি- বাফুফে 

বিরতির পর দ্বিতীয়ার্ধে নেপালকে চেপে ধরে বাংলাদেশ। ম্যাচের ৫২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাগরিকা। এর মিনিট পাঁচেক পরেই হ্যাটট্রিক পূর্ণ করেন সাগরিকা। টুর্নামেন্টে নিজের তৃতীয় ম্যাচ খেলেই দুইটি হ্যাটট্রিক তুলে নিয়েছেন এই তারকা।

তবে হ্যাটট্রিক করেও থামেননি সাগরিকা। ম্যাচের ৭৭ মিনিটে চতুর্থবারের মতো নেপালের জালে বল জড়ান এই ফরোয়ার্ড। যা ছিল চলতি টুর্নামেন্টের তার অষ্টম গোল। এই গোলের মধ্য দিয়ে নেপালের মিনা দেউবাকে পেছনে ফেলে দ্বিতীয় সর্বোচ্চ গোল-স্কোরার বনে যান এই ফরোয়ার্ড।

ক্রিফোস্পোর্টস/২১জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল