দীর্ঘ প্রায় ১৯ বছর যাবত অবহেলায় পড়ে ছিল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। মাঝে মাঝে এনসিএল, যুব বিশ্বকাপের কন্ডিশনিং ক্যাম্প কিংবা বাংলা টাইগার্সের অনুশীলন হলেও আন্তর্জাতিক কোনো ইভেন্ট হয়নি সেই মাঠে আর। তবে লম্বা সময় পর এবার আক্ষেপ ঘুচলো বগুড়াবাসীর পুনরায় আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে এই মাঠে।
জাতীয় দলের খেলা না হলেও আফগানিস্তানের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ যুব দলের আন্তর্জাতিক ম্যাচ আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে বগুড়ার এই শহীদ চান্দু স্টেডিয়ামে। ২০০৬ সালের পর এবারই প্রথমবার যেকোনো ধরনের আন্তর্জাতিক খেলা অনুষ্ঠিত হয়েছে এই মাঠে। আর প্রত্যাবাসনের এই দিন আলোক স্বল্পতার কারণে ৫ রানের জয় তুলে নিয়েছে বাংলাদেশের যুবারা।
এদিন বগুড়ায় টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। জবাব দিতে নেমে ৪৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩১ রান পর্যন্ত তুলতে হন সক্ষম বাংলাদেশ। শেষ বিকেলে আলোক স্বল্পতায় পুরো ৫০ ওভার খেলা সম্ভব হয়নি টাইগারদের।
রান তাড়ায় নেমে ৬০ রানেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় বাংলাদেশ। দলের এমন চাপের মুহূর্তে হাল ধরেন রিজান ও কালাম। চতুর্থ উইকেট জুটিতে এই দুই যুব ক্রিকেটার মিলে ১৩৯ রান যোগ করেছেন। কালাম তুলে নেন সেঞ্চুরি। ১১৯ বলে তার ব্যাট থেকে আসে ১০১ রান। গড়েন ১৩৯ রানের বড় জুটি।
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। যার মধ্যে প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে এই শহীদ চান্দু স্টেডিয়ামে। যেখানে সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছিল জুনিয়র টাইগাররা। এর আগে ২০০৬ সালে, সর্বশেষ কোন বড় ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এই মাঠে। যেখানে ছিলেন মাহেলা জয়বর্ধনে, কুমার সাঙ্গাকারা, চামিন্দা ভাসদের মতো তারকারা ক্রিকেটাররা।
ক্রিফোস্পোর্টস/২৮অক্টোবর২৫/এফএএস