Connect with us
অন্যান্য

ইসলামিক গেমসের ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

Weightlifting winners in Islamic Games
ইসলামিক গেমসে পদকজয়ী ভারত্তোলক। ছবি- সংগৃহীত

এবার সৌদি আরবের রিয়াদে চলছে ইসলামিক সলিডারিটি গেমস। যেখানে গতকাল (শনিবার) একটি ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশের প্রতিনিধি মারজিয়া আক্তার ইকরা। যা চলতি এই প্রতিযোগিতার আসরে লাল-সবুজের প্রতিনিধিদের প্রথম।

ভারত্তোলনে ৫৩ কেজি ওজন শ্রেণীতে মারজিয়া আক্তার ইকরা জিতেছেন ব্রোঞ্জ। স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ইকরা ১৬৩ কেজি ভার তোলেন। স্ন্যাচে তিনি ৭২ আর ক্লিন অ্যান্ড জার্কে তোলেন ৯২ কেজি। আর এতেই তুরস্কের কানসেল ও ইন্দোনেশিয়ার বাসলিলার পর তৃতীয় হয়েন ইকরা।

এর আগে তুরস্কের কোনিয়ায় অনুষ্ঠিত সর্বশেষ ইসলামিক গেমসে আরচারিতে পদক জিতেছিল বাংলাদেশ। তবে এবার রিয়াদে অনুষ্ঠিত গেমসে নেই আরচারি ও শুটিং ইভেন্ট। তাই বাংলাদেশের পদকের প্রত্যাশা খুব একটা ছিল না। এমন অবস্থায় ভারত্তোলনে ইকরার ব্রোঞ্জ জয় যেন বাংলাদেশের জন্য স্বস্তির।



ইসলামিক গেমসের ৫৩ কেজিতে আটজন নারী ভারত্তোলক প্রতিযোগিতায় অংশ নেন। এর মধ্যে তুরস্কের কানসেল সর্বোচ্চ ১৮৮ কেজি তুলে স্বর্ণ জেতেন। ইন্দোনেশিয়ার বাসলিলা ১৭৪ কেজি উঠিয়ে রৌপ্য পদক পান। আজারবাইজানের সেইজান ইকরার চেয়ে চার কেজি কম তুলে চতুর্থ হন তিনি।

গতকাল বাংলাদেশের আরও দুই ভারত্তোলকের খেলা ছিল। ৪৮ কেজিতে বৃষ্টি পঞ্চম আর ৬০ কেজিতে আশিকুর রহমান তাজ হয়েছিলেন ষষ্ঠ। আজ রোববার এসএ গেমসে দুইবারের স্বর্ণজয়ী নারী ভারত্তোলক মাবিয়া আক্তার সীমান্তর লড়বেন পদক জয়ের আশায়।

ক্রিফোস্পোর্টস/৯নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য